Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্সটাগ্রামে পোস্ট করে ৩ ম্যাচের নিষেধাজ্ঞায় নেইমার


২৭ এপ্রিল ২০১৯ ০০:৩৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ০০:৩৮

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের নিষেধাজ্ঞার খড়গে পড়লেন পিএসজি তারকা নেইমার। আগামী মৌসুমে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে শেষ ষোলর লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ শেষে একটি ইন্সটাগ্রাম পোস্ট করেন নেইমার। সেখানে ম্যাচটির কর্মকর্তাদের অপমান করেন বলে দাবি উয়েফার।  ওই ম্যাচটিতে অবশ্য ইনজুরির কারণে মাঠে নামেননি নেইমার।

বিজ্ঞাপন

গত ৭ মার্চ পিএসজির নিজেদের মাঠে ম্যাচের শেষ মিনিটে একটি পেনাল্টি পায় ওলে সুলশারের দল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে পেনাল্টিটি নিয়ে বিতর্ক শুরু হয়।

ডিবক্সের ভেতর ইউনাইটেডের দিয়াগো দালোতের শট পিএসজি’র প্রেসনেল কিমপেম্বলর হাতে লাগে। রেফারি প্রথমে কর্নারের বাঁশি বাজালেও ভিডিও দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন । সেসময় কিমপেম্বলর হাত পেছনে ছিল বলে এই সিদ্ধান্ত মানতে পারেননি পিএসজির খেলোয়াড়েরা। পেনাল্টিতে রাশফোর্ডের গোলে চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে পড়ে পিএসজি। বেশিরভাগ খেলোয়াড় ও সমর্থক ক্ষোভ প্রকাশ করেন।

তবে ডাগআউটে ক্ষোভ দেখিয়েই ক্ষান্ত হননি ব্রাজিলিয়ান সুপারস্টার। ইন্সটাগ্রামেও পোস্ট করে জানিয়ে দিয়েছেন ক্ষোভের কথা। তবে তাতে অশালীন ভাষা ব্যবহার ও কর্মকর্তাদের অপমান করায় উয়েফা তা ভালো চোখে দেখেনি। এবার সেই পোস্টের কারণেই নিষেধাজ্ঞায় পড়লেন ২৭ বছর বয়েসি এই তারকা।

সারাবাংলা/আইই/এসবি

ইন্সটাগ্রাম নেইমার পিএসজি ব্রাজিল ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর