Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্বস্তির ড্রয়ে লিগ টেবিলে আরও পিছিয়ে রিয়াল


২৬ এপ্রিল ২০১৯ ১২:৪৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ১৭:৪৬

গেতাফের সাথে গোল শূণ্য ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়ালকে। বৃহস্পতিবার গেতাফের আতিথ্য নেয় জিদান শিষ্যরা। ব্যর্থতার বেড়া জাল থেকে যেন বেরই হতে পারছে না গ্যালাক্টিকোরা।

ইনজুরিতে থাকায় অধিনায়ক সার্জিও রামোস আর বিশ্রামে থাকা টনি ক্রুস ও লুকা মদ্রিচকে ছাড়াই একাদশ সাজান জিদান। আর সেই সাথে যেন নিজেদের হারিয়েই ফেলে লস ব্ল্যাঙ্কোসরা।

গেল ম্যাচে হ্যাটট্রিক করা করিম বেনজেমা আর গ্যারেথ বেলকে নিয়ে সাজানো আক্রমণ ভাগ ব্যর্থ বল জালে জড়াতে। দারুণ কিছু সুযোগ তৈরী করলেও গেতাফে গোলকিপার ডেভিড সোরিয়ার অসাধারণ নৈপূণ্যে গোল বঞ্চিত রিয়াল শিবির। তাই তো খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার গেল ডেভিড সোরিয়ার ঝুলিতেই।

চ্যাম্পিয়নস লিগের জায়গা ধরে রাখতে শেষ ৪ ম্যাচে রিয়ালকে অর্জন করতে হবে ৩ পয়েন্ট। আর গেতাফে সম্ভবনা আছে সেভিয়ার উপঅরে থেকে লিগ শেষ করার সুযোগ।

লিগ লিডার বার্সার লিগ জিততে আর প্রয়োজন মাত্র ২ পয়েন্ট। বার্সার সংগ্রহ ৮০ পয়েন্ট আর দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকোর সংগ্রহ ৭১।

সারাবাংলা/এসএস

জিদান রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর