বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনাল ৪ মে, থাকছেন প্রধানমন্ত্রী
২৪ এপ্রিল ২০১৯ ১৮:২৮ | আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ১৬:৪৯
ঢাকা: চলমান বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল পেছালো একদিন। ৩ মে’র পরিবর্তে ফাইনাল ম্যাচটি হবে ৪ মে। এই দিন মাঠে বসে খেলা দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ মে (শনিবার) সন্ধ্যা ৬ টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে সূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
ম্যাচ দেখার পাশাপাশি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সোহাগ জানান, বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে নিশ্চিত করা হয়েছে শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাইনালে।
ছয় জাতির আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হয়েছে ২২ এপ্রিল। বাংলাদেশসহ নারীদের নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অংশ নিয়েছে আরও পাঁচটি দল- মঙ্গোলিয়া, লাওস, তাজিকিস্তান, কিরগিজস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
সারাবাংলা/জেএইচ
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন