‘ধোনিকে সম্মান জানানো উচিত ভারতীয়দের’
২৪ এপ্রিল ২০১৯ ১৮:০৪ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১৮:৩৯
অধিনায়ক হিসেবে দেশকে দু’টি বিশ্বকাপ পাইয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। আর কদিন পর আরেকটি ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামবেন তিনি। তার আগে আইপিএলে ধোনির ফর্ম নিয়ে উচ্ছ্বসিত ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব।
ধোনির অধিনায়কত্বে আরও একবার ট্রফির স্বপ্ন দেখছে চেন্নাই সুপার কিংস। বিশ্বকাপের আগে ধোনির দুর্দান্ত ফর্ম নিয়ে কপিল জানান, ‘ধোনির মতো অন্য কোনো ক্রিকেটার এভাবে ভারতীয় ক্রিকেটের জন্য অবদান রাখেনি। কেউ জানে না সে কত দিন খেলতে চায় এবং কতদিন এই চাপ তার শরীর নিতে পারবে। আমি চাই ইংল্যান্ডে এবার বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়ে দিক ধোনি। তাকে নিয়ে আমি ভবিষ্যদ্বাণী করব না। সে যেভাবে দেশকে দিয়ে যাচ্ছে, তাতে তাকে আমাদের সম্মান জানানো উচিত।’
কপিলের হাত ধরে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত। ২৮ বছর পর দেশকে আরেকটি বিশ্বকাপ এনে দেন ধোনি। এবার অবশ্য বিরাট কোহলির নেতৃত্বে বিশ্বকাপে নামবেন ধোনি। ৩০ মে বিশ্বকাপ শুরু হলেও ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে ৫ জুন, সাউদাম্পটনে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের ভারতের সম্ভাবনা নিয়ে কপিল দেব জানান, ‘আমি আশা করি এই বিশ্বকাপও জিতবে ধোনি। আর এই ভারতীয় টিমকে দেখে ভালো লাগছে। যদিও কাপ জেতা খুব সহজ হবে না। ওদের একটা টিম হিসেবে খেলতে হবে। আর আশা করব, টিমে চোট-আঘাত হবে না। আর যদি ভাগ্য একটু সাহায্য করে, তা হলে অবশ্যই জিতবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের জন্য আমার শুভেচ্ছা রইল।’
সারাবাংলা/এমআরপি
** ভাসের চোখে নির্ভরতার প্রতীক মালিঙ্গা