Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গমাতা গোল্ড কাপের ধারাভাষ্যে বাংলাকে উপেক্ষা!


২৩ এপ্রিল ২০১৯ ২০:০৬

ঢাকা: দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে। স্বাগতিক বাংলাদেশ সহ মোট ছয়টি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। তিনটি টেলিভিশনে এই খেলার সম্প্রচার হচ্ছে। ইংরেজিতে ধারাভাষ্য চললেও কোনও টেলিভিশনে বাংলায় ধারাভাষ্য দেয়া হচ্ছে না।

এ নিয়ে ক্ষোভ ফুটবল সমর্থকদের। বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটর্স ফোরামও এ বিষয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

আলমগীর হোসেন নামের এক ফুটবল সমর্থক জানান, বঙ্গমাতার নামে এই টুর্নামেন্ট। তিন তিনটি চ্যানেল সম্প্রচার করলেও কেউ বাংলা ধারাভাষ্য দিচ্ছে না। খুবই দুঃখজনক বিষয়টি। কর্তৃপক্ষের নজরে আসা উচিত ছিল। আশা করবো পরের ম্যাচগুলো বাংলায় ধারাভাষ্য পাবো।

তিন চ্যানেল (আরটিভি, নাগরিক টিভি ও বিটিভি) সম্প্রচারিত হলেও প্রতিটি চ্যানেলই শুধু ইংরেজি ধারাভাষ্যসহ খেলা প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছে কমেন্টেটর্স ফোরাম।

ফোরামের সাধারণ সম্পাদক ড. সাঈদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদেশের মানুষের অত্যন্ত প্রিয় খেলা ফুটবল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নারী ফুটবলে বাংলাদেশের ফুটবলারদের সাফল্য দর্শকদের মধ্যে নারী ফুটবল নিয়ে বিশেষ আগ্রহ তৈরি করেছে। অথচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন যখন বঙ্গমাতা মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে তখন বাংলায় ধারাভাষ্য প্রচার করতে হবে- এই ধরনের কোন বাধ্যবাধকতা রাখেনি। আবার যে তিনটি চ্যানেল টুর্নামেন্টটি সম্প্রচার করছে তারাও কেন বাংলায় ধারাভাষ্য প্রচারের প্রয়োজনীয়তা অনুভব করলো না – তাও বিস্ময়কর।’

বাকী ম্যাচগুলোতে বাংলা ধারাভাষ্য দেয়ার দাবি জানিয়ে ফোরাম জানায়, ‘আমরা এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো বাংলায় ধারাভাষ্যসহ সম্প্রচারের জোর দাবি জানাচ্ছি। একই সাথে আশা করছি, আগামীতে বাংলাদেশে যে টুর্নামেন্টই হোক না কেন, তা যদি কোন টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়, তবে সেখানে বাংলায় ধারাভাষ্যসহ সম্প্রচারের ব্যবস্থা রাখা হবে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপ

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর