Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দলের ৪টিরই ফেভারিট বাংলাদেশ, প্রথম পরীক্ষা আরব আমিরাত


২১ এপ্রিল ২০১৯ ২০:৪৮ | আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ১২:৫৪

ঢাকা: বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপের ছয়টি দল নিয়ে ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়ে গেলো আজ। আমন্ত্রিত পাঁচ দলের কাছে জানতে চাওয়া হয়েছিল টুর্নামেন্টের ফেভারিট দল কে? সংযুক্ত আরব আমিরাত ছাড়া সব দলের মুখেই এসেছে একটা নাম। বাংলাদেশ।

সেই বাংলাদেশের মেয়েরা প্রথম আন্তর্জাতিক এই টুর্নামেন্ট জিতবে এমনটাই মনে করছে সবাই। সোমবার (২২ এপ্রিল) থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশের মেয়েদের ধরা হচ্ছে ফেভারিট।

বিজ্ঞাপন

আজ রবিবার (২১ এপ্রিল) এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হলো জমকালো আয়োজনে। সেই ট্রফিতে কি লেখা হবে বাংলাদেশের নাম? সেই প্রশ্নের সমাধান হবে অনেক পরে। তবে, তার আগে প্রথম পরীক্ষা সোমবারই শুরু হচ্ছে স্বাগতিকদের।

প্রথম ম্যাচে সন্ধ্যা ৬টায় স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের।  গত বছর এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে আরব আমিরাত ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। চেনা প্রতিপক্ষকেই প্রথম পরীক্ষায় পাচ্ছে মারিয়া-মৌসুমীরা।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বল রুমে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফি উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিদ্বন্দ্বী কিরগিজস্তান। ছয় দলের এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে লড়াই করবে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস। বাংলাদেশের গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৬ এপ্রিল কিরগিজদের বিপক্ষে। ২৯ ও ৩০ এপ্রিল হবে সেমিফাইনাল। ফাইনাল হবে ৩ মে।

টুর্নামেন্টের ট্রফি উন্মোচন শেষে বক্তব্য রাখেন ড. শিরীন শারমিন চৌধুরী। এ প্রতিযোগিতার সাফল্য কামনা করে স্পিকার বলেন, ‘এ প্রতিযোগিতায়ও নৈপুণ্যের স্বাক্ষর রেখে বিশ্ব ফুটবলে মেয়েরা বাংলাদেশকে পরিচিত করে তুলবে। এতে বাংলাদেশ দলের সফলতা অন্য মেয়েদের জন্য প্রেরণা হয়ে থাকবে।’

ট্রফি উন্মোচনের পর বাফুফে কর্মকর্তাদের সঙ্গে ছয় দলের অধিনায়ক বঙ্গমাতার নামে এ প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একজন মহিয়সী নারী ছিলেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী। বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবনে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বাঙালির অধিকার প্রতিষ্ঠা ও স্বাধীনতা অর্জনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই বঙ্গমাতার নামে মেয়েদের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন বিশেষভাবে অভিনন্দনযোগ্য।’

বিজ্ঞাপন

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের মেয়েদের ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহসভাপতি কাজী নাবিল আহমেদ, কে-স্পোর্টস সিইও ফাহাদ করিমসহ ছয় দেশের অধিনায়করা।

গত দুই বছরের পারফরম্যান্সের ভিত্তিতে নিজেদের ফেভারিট মানছেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘‘গত বছরে আমরা কয়েকটি শিরোপা জিতেছি। এ বছর দুটি বড় টুর্নামেন্ট খেলেছি। মার্চের ২৮ তারিখ থেকে এ টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছি। ভুল-ত্রুটিগুলো শুধরে পুরোপুরি প্রস্তুত আমরা। ম্যাচ বাই ম্যাচই চিন্তা করছি আপাতত।

অধিনায়ক মিশরাত জাহান মৌসুমীর মুখেও একই সুর, ‘সংযুক্ত আরব আমিরাত আমাদের চেনা প্রতিপক্ষ। গত বছর বড় ব্যবধানে হারিয়েছি। তাছাড়া অন্যান্য দলগুলো শক্তিশালী হলেও তাদের নিয়ে বিশেষ পরিকল্পনা থাকবে কোচের। আমরা সেরাটা দেয়ার জন্য প্রস্তুত।

সারাবাংলা/জেএইচ

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর