Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে ফিরলো ম্যানচেস্টার সিটি


২০ এপ্রিল ২০১৯ ২০:০৭

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিল ফোডেনের একমাত্র গোলে নিজেদের মাঠে টটেনহ্যামকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা। গত অক্টোবরে টটেনহ্যামের মাঠেও একই ব্যবধানে জিতেছিল সিটিজেনরা।

তিন দিন আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে টটেনহ্যামের বিপক্ষে জিতেও সেমি ফাইনালে উঠা হয়নি পেপ গার্দিওয়ালার শিষ্যদের। তবে, লিগের ম্যাচে মাওরিসিও পচেত্তিনোর দলকে আবারও হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার (২০ এপ্রিল) ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। বের্নার্দো সিলভার ক্রস থেকে হেড করেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। সেখান থেকে বল পান ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। লিগে নিজের প্রথম গোলটি করতে নিজেও হেড করেন ফোডেন। তাতে, টটেনহ্যামের জালে বল জড়ায় (১-০)।

ম্যাচের প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি আতিথ্য নেওয়া টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধেও একই ফল বজায় থাকে। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্বাগতিক সিটি। ৬১ শতাংশ বল নিজেদের দখলে রাখে গার্দিওয়ালার শিষ্যরা। ১৫টি শট নিলেও দলটি লক্ষ্যে রেখেছিল চারটি শট। অপরদিকে, টটেনহ্যাম ৩৯ শতাংশ বল নিজেদের দখলে রেখে সিটির জাল লক্ষ্য করে শট নিয়েছিল ১০টি। তাতে লক্ষ্যে রাখতে পারে সিটির সমান চারটি শট।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে টটেনহ্যামের মাঠে ১-০ গোলে হারের পর ফিরতি পর্বে ঘরের মাঠে ৪-৩ গোলে জিতেছিল সিটি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৪-৪ হওয়ায় অ্যাওয়ে গোলে এগিয়ে শেষ চারে ওঠে টটেনহ্যাম। সেমিতে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স।

বিজ্ঞাপন

লিগের ম্যাচের এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সিটি। ৩৪ ম্যাচের ২৮টিতে জয় নিয়ে তাদের সংগ্রহ ৮৬ পয়েন্ট। সমান ম্যাচ খেলে লিভারপুল ২৬ জয়ে অর্জন করেছে ৮৫ পয়েন্ট। তিনে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৬৭, চারে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৬ (এক ম্যাচ কম খেলে), পাঁচে থাকা চেলসির পয়েন্ট ৬৬। এক ম্যাচ কম খেলা আরেক দল ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৬৪ পয়েন্ট, অবস্থান ছয়ে।

সারাবাংলা/এমআরপি

** সিটিকে হতভম্ব করে সেমিতে টটেনহ্যাম

ইংলিশ লিগ টটেনহ্যাম ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর