Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলের ধারাভাষ্যে হাবিবুল বাশার


১৯ এপ্রিল ২০১৯ ১৮:৫৬ | আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ১৩:২২

ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের ভেতরে সব থেকে জাকজমকপূর্ণ আইপিএল। সারাবছর ধরেই মানুষের আগ্রহ আইপিএলকে ঘিরে। আইপিএলের মৌসুমের শুরুতে ধারাভাষ্যকার হিসেবে ভারতে পাড়ি জমিয়েছিলেন আতাহার আলী খান। তার পদচারণা অনুসরণ করে এবার ভারতে গেলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

আইপিএল উন্মাদনা সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশেও কম হয় না। প্রতিবছর আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সাকিব আল হাসান। কিন্তু এবার একটু ভিন্নভাবে আইপিএলে যোগ দান করলেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার হাবিবুল বাশার সুমন।

বিজ্ঞাপন

মৌসুমের শুরুতে আতাহার আলী খানকে আইপিএলের বাংলা ধারাভাষ্যের জন্য আমন্ত্রণ জানানো হয়। আর এবার আমন্ত্রণ জানানো হল বাংলাদেশের সফল অধিনায়ক এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম কর্মকর্তা হাবিবুল বাশারকেও। মাশরাফির পূর্বে তিনিই ছিলেন বাংলাদেশের সব থেকে সফল অধিনায়ক।

আইপিএলে ধারাভাষ্য দেয়ার উদ্দেশ্যে ইতোমধ্যে ভারতে পাড়ি জমিয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।

সারাবাংলা/এসএস

আইপিএল ধারাভাষ্যকর হাবিবুল বাশার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর