Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাহি ইজ অ্যা ভেরি গুড পিক’


১৮ এপ্রিল ২০১৯ ১৭:৪৮

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের আলোচনাতেই ছিলেন না তরুণ আবু জায়েদ রাহি। কেউ ঘূর্ণাক্ষরেও ভাবেননি, অভিজ্ঞ শফিউল ইসলাম এবং বহুল আলোচিত তাসকিন আহমেদ ও এবাদত হোসেনকে হটিয়ে ওয়ানডে ক্রিকেটে অনভিষিক্ত এই তুর্কি তরুণ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেবেন।

কিন্তু সবাইকে চমকে দিয়ে নির্বাচকেরা ঘোষণা করলেন ৫০ ওভারের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা রাহির নাম। গেল মাসে নিউজিল্যান্ড সফরে তার সুইং ভেলকিতেই আস্থা রেখেছেন নান্নু, হাবিবুল বাশাররা। আর সেই রাহিতে বিশ্বযুদ্ধে মাশরাফিদের দারুণ কিছুর সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিসিবিতে নির্বাচকমন্ডলীর প্রশংসা করেন সাবেক এই টাইগার দলপতি। ফারুক বলেন, ‘আমার মনে হয় রাহি ইজ অ্যা ভেরি গুড পিক। দলে এক দুটি চমক থাকা ভালো। আমরা সবাই জানি যে সে ওয়ানডে খেলেনি। কমপক্ষে পাঁচ বছর ধরে ঘরোয়া পর্যায়ে ভালো পারফর্ম করেছে। কন্ডিশন তাকে সাহায্য করবে বলে আমি মনে করি।’

আগেই বলা হয়েছে রাহির আন্তর্জাতিক ওয়ানডে অভিজ্ঞতা একেবারেই নেই। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টিতে অভিষেকের পর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হয়েছে তার টেস্ট অভিষেক। এক বছরে খেলেছেন ৫টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি। তবে রাহির যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেননি ফারুক। আন্তর্জাতিক পরিমন্ডলে ওয়ানডে না খেললেও গেল ৫ বছরের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা ইংল্যান্ডে কাজে দেবে বলে মত তার।

ফারুক যোগ করেন, ‘রাহির যে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা আছে এটা সাহায্য করবে তাকে। রাহি আমাদের মনে হয় সারপ্রাইজ এলিমেন্ট হতে পারে। আমি আশা করব সে ভালো করবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

বিশ্বকাপ রাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর