Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবিকে সাড়া দেবেন তো সাকিব?


১৫ এপ্রিল ২০১৯ ১৭:২৯ | আপডেট: ১৬ এপ্রিল ২০১৯ ১৪:২৭

বিশ্বকাপ সামনে রেখে ইতোমধ্যেই ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত। কাল-পরশুর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও লাল সবুজের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে। আর ২২ এপ্রিল থেকে শুরু হবে মাশরাফিদের কন্ডিশনিং ক্যাম্প। কিন্তু সেখানে প্রাণভোমরা সাকিব আল হাসানের উপস্থিতি নিয়ে শঙ্কা থাকছে। কেননা আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাত্র ১ ম্যাচ খেলে সাইডবেঞ্চে বসে যাওয়া সাকিব সেই সময়ের মধ্যে দেশে ফিরবেন কী না এই মর্মে বিসিবির কাছে কোনো তথ্যই নেই।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি তিনি ভারতে বসেই নেবেন। সেজন্য কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে ভারতে ডেকে পাঠিয়েছেন। তার অধীনে অনুশীলন সেরে নাকি ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ভারত থেকেই আয়ারল্যান্ডের বিমান ধরবেন। ঠিক এমতাবস্থায় সাকিব ইস্যুতে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবি সভাপতি জানান, ‘আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমি বলেছি সাকিবকে চিঠি পাঠাতে। এখনই চিঠিটা দিয়ে দিতে। তারপর দেখা যাক সে কী সাড়া দেয়। আমাদের যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে, এছাড়া আমাদের সাথে ক্যাম্প শুরু হলে সে আসবে কি আসবে না এটা নিয়ে কথা হয়নি। আমার মনে হয়েছে ক্যাম্প শুরু হচ্ছে, একটা চিঠি দেয়া দরকার, যাতে করে সে দলের সঙ্গে যোগ দিতে পারে। ক্যাম্প ২২ তারিখ থেকে শুরু হচ্ছে।’

সন্দেহ নেই বিশ্বকাপের মতো আসরে অভিজ্ঞরা সবসময়ই দলে বড় ভূমিকা রাখেন। সামনে থেকে দলের হাল ধরেন। কিন্তু শঙ্কার ব্যাপার হলো, বাংলাদেশ দলের কোনো সিনিয়র প্লেয়ারেরই সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে না। যার প্রমাণ ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসর। পাশাপাশি ইনজুরির মিছিল তো আছেই।

বিসিবিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে মুশফিক, তামিম প্রিমিয়ার লিগ খেলছেন না। অভিজ্ঞদের মধ্যে মাশরাফি ১১ ম্যাচে পেয়েছেন ১০ উইকেট। কাঁধের ইনজুরিতে মাঠে নামা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদেরও। ফর্মহীনতায় সাকিব আল হাসান আছেন হায়দ্রাবাদের সাইডবেঞ্চে। লিগে ইমরুল কায়েসের ব্যাটে ধার নেই।

রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের ইনজুরি আছে। তাসকিন ও সাইফউদ্দিন মাত্রই ইনজুরি থেকে উঠলেন। কাজেই অভিজ্ঞ কাউকে নিয়েই স্বস্তিতে নেই বিসিবি। তাই মে মাসের প্রথম সপ্তাহে আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ দেখে তবেই বিশ্বকাপের চূড়ান্ত ১৫ সদস্যের স্কোয়াডের কথা জানালেন পাপন।

বিজ্ঞাপন

তিনি যোগ করেন, ‘এখানে অভিজ্ঞতা একটা বড় ভূমিকা রাখেই, কিন্তু ফর্মও বড় বিষয়। পজিশনও খুব গুরুত্বপূর্ণ। দেখা যায় এক পজিশনে অনেক অপশন আছে। আবার আরেক জায়গায় অনেক অপশন নেই। পেস বোলিংয়ে খুব আহামরি বক্তব্য নেই। রুবেল, মাশরাফি, মোস্তাফিজ, সাইফউদ্দিন যাচ্ছে, আরেকজন কে?… তাসকিন। তাসকিন তো ইনজুরড। আমরা জানি না সে খেলতে পারবে কিনা, ফর্মে ফিরলে কেমন করবে এইসব তো জানি না। এখন আমরা ১৫ জনের নাম দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা অপেক্ষা করছি ত্রিদেশীয় সিরিজের। ওখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

সারবাংলা/এমআরএফ/এমআরপি

** ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স দেখে মাশরাফিদের চূড়ান্ত দল

আইপিএল বিশ্বকাপ বিসিবি সাকিব

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর