Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার লিগে দোলেশ্বরকে উড়িয়ে দিল আবাহনী


১৫ এপ্রিল ২০১৯ ১৭:০৬ | আপডেট: ১৫ এপ্রিল ২০১৯ ১৮:৪১

লিগ পর্বের শেষ দিকে এসে পথ হারিয়েছিল মাশরাফি, সৌম্যদের আবাহনী। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে দলটি। প্রাইম দোলেশ্বরকে উড়িয়ে দিয়ে শিরোপার দাবী জানিয়ে রাখলো আবাহনী। দোলেশ্বরকে ১৬৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি। বল হাতে তাণ্ডব দেখিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।

সোমবার (১৫ এপ্রিল) সুপার লিগের ম্যাচে মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে আবাহনী ৪৯ ওভারে অলআউট হওয়ার আগে করে ২৫১ রান। ২৫২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দোলেশ্বর ২৯.৪ ওভারে মাত্র ৮৬ রান তুলতেই গুটিয়ে যায়।

বিজ্ঞাপন

আবাহনীর ব্যাটিং ইনিংসের শুরুটা ভালো হয়নি। ওপেনার জহুরুল ইসলাম ১, সৌম্য সরকার ২ আর তিন নম্বরে নামা মেহেদি হাসান মিরাজ করেন ৫ রান। দলকে টেনে তোলেন ভারতীয় রিক্রুট ওয়াসিম জাফর। ৯৭ বলে তিনি করেন ৭১ রান। নাজমুল হোসেন শান্ত করেস ৮৩ বলে ৭০ রান। মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ৪১ রান। শেষ দিকে মাশরাফি ২১ বলে চারটি বাউন্ডারিতে করেন ২৪ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান দলপতি মোসাদ্দেক হোসেন সৈকত প্রথম বলেই সাজঘরে ফেরেন। মোহাম্মদ সাইফুদ্দিন ৯, সানজামুল ইসলাম ৩, নাজমুল ইসলাম ০ রান করেন।

দোলেশ্বরের আবু যায়েদ রাহি তিনটি উইকেট পান। দুটি করে উইকেট পান ফরহাদ রেজা, সাইফ হাসান। একটি উইকেট পান আরাফাত সানি। উইকেট পাননি মাহমুদুল হাসান, তাইবুর রহমান এবং এনামুল হক জুনিয়র।

২৫২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দোলেশ্বরের ওপেনার ইমরানুজ্জামান ০, সৈকত আলি ১, ফরহাদ হোসেন ১১, সাইফ হাসান ১৩ আর মার্শাল আইয়ুব ১ রান করেন। টপঅর্ডারের এই পাঁচ ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জোরালো দাবীদার সাইফুদ্দিন। মাহমুদুল হাসান ২৭ রানে অপরাজিত থাকেন। এনামুল জুনিয়র করেন ১৪ রান।

বিজ্ঞাপন

সাইফুদ্দিন ৬ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট। মাশরাফি ৪ ওভারে ১৯ রান দিয়ে উইকেট পাননি। নাজমুল ইসলাম, সৌম্য সরকার আর মিরাজ একটি করে উইকেট তুলে নেন। ৪.৪ ওভারে ২৩ রান খরচায় দুটি উইকেট তুলে নেন সানজামুল ইসলাম। ম্যাচ সেরার পুরস্কার ওঠে সাইফুদ্দিনের হাতে।

১২ ম্যাচ শেষে শীর্ষে লিজেন্ডস অব রূপগঞ্জ। সর্বোচ্চ ২২ পয়েন্ট নিয়ে শিরোপার দিকেই ছুটছে দলটি। সমান ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মাশরাফিদের আবাহনী। ১৬ পয়েন্ট নিয়ে তিনে প্রাইম ব্যাংক, ১৪ পয়েন্ট নিয়ে চারে শেখ জামাল, পাঁচে প্রাইম দোলেশ্বর আর ১২ পয়েন্ট নিয়ে ছয়ে মোহামেডান।

সারাবাংলা/এমআরপি

** নাঈমের সেঞ্চুরি, হারলো মোহামেডান, শীর্ষেই রূপগঞ্জ
** আরিফুলের ঝড়, নাসিরের সেঞ্চুরিতে জিতলো শেখ জামাল

আবাহনী ডিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর