Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজস্থানের দ্বিতীয় জয়, মুম্বাইয়ের তৃতীয় পরাজয়


১৩ এপ্রিল ২০১৯ ২০:১৪

চলতি আইপিএলের আসরে দুই দলই খেলেছে সাতটি করে ম্যাচ। ২৭তম ম্যাচে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়ে আসরে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে আজিঙ্কা রাহানের রাজস্থান। বিগ স্কোরিং ম্যাচে ৫ উইকেটে মুম্বাই তুলেছিল ১৮৭ রান। জবাবে, ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে রাজস্থান।

আগে ব্যাটিংয়ে নামা মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা-কুইন্টন ডি কক তুলে নেন ৯৬ রান। রোহিত শর্মা ৩২ বলে ৬টি চার আর একটি ছক্কায় করেন ৪৭ রান। ডি কক ৫২ বলে ৬টি চার আর ৪টি ছক্কায় করেন ইনিংস সর্বোচ্চ ৮১ রান। হারদিক পান্ডিয়া ১১ বলে তিনটি ছক্কা, একটি চারে করেন অপরাজিত ২৮ রান।

বিজ্ঞাপন

রাজস্থানের জোফরা আর্চার তিনটি উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান ধবন কুলকার্নি, জয়দেব উনাদকাট।

১৮৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে রাজস্থানের ওপেনার এবং দলপতি আজিঙ্কা রাহানে ২১ বলে ছয়টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারিতে করেন ৩৭ রান। আরেক ওপেনার জস বাটলার ব্যাটে ঝড় তোলেন। ৪৩ বলে ৮টি চার আর ৭টি ছক্কায় করেন ইনিংস সর্বোচ্চ ৮৯ রান। তিন নম্বরে নামা সঞ্জু স্যামসন ২৬ বলে খেলেন ৩১ রানের ইনিংস। স্টিভ স্মিথ ১২, ত্রিপাথি ১, লিভিংস্টোন ১ রানে বিদায় নেন। শেষ দিকে শ্রেয়ার্স গোপাল ৭ বলে দুই বাউন্ডারিতে ১৩ রান করে সব হিসেব ঘুঁচিয়ে দেন।

মুম্বাইয়ের ক্রুনাল পান্ডিয়া তিনটি, জাসপ্রিত বুমরাহ দুটি আর দীপক চাহার একটি করে উইকেট পান।

সারাবাংলা/এমআরপি

আইপিএল ২০১৯ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়েলস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর