Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে যুদ্ধটা জিততেই হবে: শেওয়াগ


১৩ এপ্রিল ২০১৯ ১৮:৫৯

বিশ্ব ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই মানেই কথার লড়াই, জমজমাট দ্বৈরথ আর স্নায়ুযুদ্ধ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সবশেষ লড়াই দেখা গেছে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যেখানে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। আবারো দুই দেশের মহাযুদ্ধ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। এবার ইংল্যান্ডে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আসরে।

এদিকে, কাশ্মীরে পুলওয়ামাতে পাকিস্তানি জঙ্গী সংগঠনের সন্ত্রাসী হামলার প্রভাব পড়েছে ভারত-পাকিস্তান ক্রিকেটে। ভারতের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে খেলতে চাইছে না। এদিকে, পাকিস্তানি সাবেকদের মতো বর্তমান ক্রিকেটাররা ম্যাচটি খেলার পক্ষে। পাকিস্তানের সাবেক দলপতি মিসবাহ উল হকও জানিয়েছেন, রাজনীতি থাকবে তার নিজস্ব জায়গায়।

বিজ্ঞাপন

ভারতের সাবেক ওপেনার বিরেন্দ্রর শেওয়াগ গোয়ায় এক অনুষ্ঠানে জানিয়েছেন, বিশ্বকাপের ম্যাচটি খেলা উচিত ভারতের আর সেখানে নিশ্চিভাবেই জেতা উচিত।

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা উচিত কিনা, এমন প্রশ্নে সাবেক ভারতীয় ওপেনার জানান, ‘পাকিস্তানের বিপক্ষে খেলার মাঠে আমাদের যুদ্ধ করা উচিত কিনা সেটি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। আমাদের সেটাই করা উচিত, যেটা দেশের জন্য মঙ্গল। যখন ভারত ও পাকিস্তান কোনো ম্যাচ খেলে, তখন সেটা যুদ্ধের চেয়ে কোনো অংশে নয়। আমাদের যুদ্ধটা জিততেই হবে, হারা যাবে না।’

পুলওয়ামা হামলায় ৪০ জন ভারতীয় জওয়ান শহীদ হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি তুলেছেন অনেকেই। শুধু ক্রিকেট নয়, সব খেলাতেই পাকিস্তানকে বয়কটের দাবি করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ বয়কটের দাবি করেন অফ-স্পিনার হরভজন সিং। বিশ্বকাপে পাকিস্তানকে ছেঁটে ফেলার পক্ষে আর্জি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে, ম্যাচ না খেলার পক্ষে নন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

বিজ্ঞাপন

এদিকে, পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার, সাবেক অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ ম্যাচটি খেলার পক্ষে। তাদের দাবি, ঘটনাটি দুই দেশের রাজনৈতিক, ক্রীড়াঙ্গনে এর প্রভাব থাকা উচিত নয়। সাবেক দলপতি মিসবাহও তাদের সঙ্গে গলা মিলিয়ে আইসিসির কাছে আর্জি জানিয়েছেন, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটি যাতে নির্বিঘ্নে হয়।

রেকর্ড বলছে, কার্গিল যুদ্ধ চলার সময়ও ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলেছে ভারত। ১৯৯৯ বিশ্বকাপও হয়েছিল ইংল্যান্ডের মাটিতে। ৪৭ রানে ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে জয়ের ধারা বজায় রেখেছিল মোহাম্মদ আজহারউদ্দিনের দলটি। আগের সেই ম্যাচটিও হয়েছিল ম্যানচেস্টারে। কাকতালীয় হলেও ১৬ জুনের এবারের বিশ্বকাপের ম্যাচটিও ম্যানচেস্টারে।

সারাবাংলা/এমআরপি

বিশ্বকাপ ভারত-পাকিস্তান শেওয়াগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর