রাতে মাঠে নামছে জুভেন্টাসসহ জায়ান্ট দলগুলো
১৩ এপ্রিল ২০১৯ ১৩:৩৫ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ১৪:৪৪
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ত সূচির পর আজ লিগ ম্যাচে মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা। সিরি আ’তে রোনালদোর জুভেন্টাস খেলবে এসপিএএলের বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহামের ম্যাচ। আর লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদ লড়বে সেল্টা ভিগোর বিপক্ষে।
ইতালিয়ান সিরি আ’তে রাত সাতটায় স্পালের বিপক্ষে মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। সিরি আ লিগ টেবিলে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির থেকে এগিয়ে ২০ পয়েন্ট। এ ম্যাচ জিতলে নিশ্চিত হবে জুভেন্টাসের টানা অষ্টম লিগ শিরোপা।
সদ্য ইনজুরি থেকে ফিরেই খেলেছেন আয়াক্সের বিপক্ষে হাই ভোল্টেজ। তাই এ ম্যাচে হয়তো শুরু থেকে নাও দেখা যেতে পারে পর্তুগিজ তারকাকে। এ ম্যাচে তাই জয় দিয়ে শিরোপা নিশ্চিত করতে চায় এ্যালেগ্রি বাহিনী। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে বিকেল সাড়ে পাঁচটায় টটেনহাম হটস্পার্স লড়বে হাডার্সফিল্ডের বিপক্ষে। ম্যানচেস্টার ইউনাইটেড আতিথ্য দেবে ওয়েস্ট হামকে।
ইনজুরিতে পড়ে দল থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক হ্যারি কেইন। তবে তাকে ছাড়ায় জয়ের জন্য দল প্রস্তুত বলে মনে করেন মাউরিসিও পচেত্তিনো। আর হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের ধারা ফিরতে মরিয়া রেড ডেভিলসরা।
ওলে গানার শোলশায়ারকে স্থায়ী ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়ার পর পাঁচ ম্যাচের চারটিতেই হারের মুখ দেখেছে ইউনাইটেড। আর সেই সাথে ওয়েস্ট হামের বিপক্ষে আছে শেষ দেখার হারের ক্ষত। তবে টানা দুই ম্যাচের হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া পগবারা।
লিগ টেবিলে ৬১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হামের সাথে রাত সাড়ে দশটায় ওল্ড ট্রাফোর্ডে খেলতে নামবে ইউনাইটেড। এ ম্যাচ জিতলে আর্সেনালকে টপকে পাঁচে উঠে আসবে শোলশায়ারবাহিনী।
লা লিগার শিরোপার দৌড়ে এখনো নিজেদেরকে ধরে রেখেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। শিরোপার দৌড়ে বার্সাকে ছুঁতে রাতে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামছে তারা। রেফারিকে গালি দিয়ে আট ম্যাচ নিষিদ্ধ অ্যাতলেটিকো স্ট্রাইকার ডিয়েগো কস্টা।
তবে অ্যান্তোনিও গ্রিজম্যানকে আক্রমণ ভাগে রেখে ম্যাচ জিততে মরিয়া সিমিওনে বাহিনী।
স্প্যানিশ লা লিগায় ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মাদ্রিদের এই ক্লাবটি। নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে এগিয়ে দুই পয়েন্টের ব্যবধানে। আর লিগে শীর্ষ স্থানে থাকা বার্সার সাথে পয়েন্ট ব্যবধান ১১।
সারাবাংলা/এসএস
ইউরোপিয়ান ক্লাব ইতালিয়ান সিরি আ ইংলিশ পর জুভেন্টাস ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদো লা লিগা