Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ফুটবলে বিগ ম্যাচে মুখোমুখি আবাহনী ও শেখ জামাল


১৩ এপ্রিল ২০১৯ ১২:২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ বিগ ম্যাচে মুখোমুখি আবাহনী ও শেখ জামাল। অন্যদিকে রেলিগেশন জোনে থাকা দুই দল ব্রাদার্স ইউনিয়ন লড়বে বিজেএমসির বিপক্ষে।

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লড়বে দুই জায়ান্ট আবাহনী আর শেখ জামাল। ১১ ম্যাচে ৯ জয় আর দুই হারে ২৭ পয়েন্ট নিয়ে লিগে টেবিলে অবস্থান দ্বিতীয়। আর সমান সংখ্যক ম্যাচে ৭ জয় ৩ ড্র আর ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ জামাল।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল ৪টায়। ম্যাচ শুরুর আগে খাতা কলমে এগিয়ে আছে আবাহনী। দু’দলে শেষ ১৭ দেখায় আবাহনীর ৮ জয়ের বিপরীতে শেখ জামালের জয় মাত্র ৩টিতে। আর সবশেষ ৫ দেখায় জয়হীন ধানমন্ডির ক্লাবটি।

আকাশী নীলদের বিপক্ষে শেখ জামালের শেষ জয় পেয়েছিল চার বছর আগে। দারুণ ফর্মে থাকা আকাশী নীলরা তাই জয় বিকল্প কিছু ভাবছে না। আর অন্যদিকে চার বছরের জয়ের আক্ষেপ দূর করতে মরিয়া থাকবে শেখ জামাল।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে রেলিগেশন জোনের লড়াই ব্রাদার্স ইউনিয়ন আর বিজেএমসির মধ্যে। বিজেএমসিকে হারাতে পারলে মোহামেডানকে রেলিগেশন জোনে ঠেলে দিয়ে উপরে উঠে আসার সম্ভবনা আছে ব্রাদার্সের কাছে।

তবে, নিজেদের রেলিগেশন জোন থেকে টেনে তুলতে এক চুল ছাড় দিতেও নারাজ টিম বিজেএমসি। সমান দশ ম্যাচে ব্রাদার্সের সংগ্রহ ৪ পয়েন্ট আর বিজেএমসি ৩ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের একদম তলানিতে।

সারাবাংলা/এসএস

আবাহনী টিম বিজেএমসি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ব্রাদার্স ইউনিয়ন শেখ জামাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর