বিপিএল ফুটবলে পৃথক ম্যাচে মাঠে নামছে মোহামেডান, চট্টগ্রাম আবাহনী
১২ এপ্রিল ২০১৯ ১৪:১৭ | আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ১৭:৫১
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ রয়েছে দুইটি ম্যাচ। গোপালগঞ্জে খেলবে মোহামেডান আর মুক্তিযোদ্ধা সংসদ। আর নোয়াখালীতে মুখোমুখি নোফেল ও চিটাগং আবাহনী। উভয় ম্যাচ শুরু বিকেল সাড়ে তিনটায়।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডান মুখি হবে মুক্তিযোদ্ধা সংসদের। এ মৌসুমে মোহামেডান পারছেন না তাদের নামের প্রতি সুবিচার করতে। প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ খেলে জয় মকাত্র একটিতে। পয়েন্ট টেবিলে অবস্থান তাই রেলিগেশন জোনের ঠিক ওপরে। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে চার ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান মুক্তিযোদ্ধার।দু’দলের শেষ দুই দেখাতেই জয় পেয়েছিল মোহামেডান। প্রেরণা হিসেবে তাই থাকছে এই দুই ম্যাচই।
অন্যদিকে, নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে চিটাগং আবাহনীর বিপক্ষে লড়বে নোফেল স্পোর্টিং। লিগ টেবিলে ১১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে চিটাগং আবাহনী আর ৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নোফেল।
এ ম্যাচে জয় পেলে রহমতগঞ্জকে টপকে টেবিলের নয়ে উঠে আসবে নোফেল।
সারাবাংলা/এসএস