রোনালদোর গোলেও জয় পায়নি জুভেন্টাস
১১ এপ্রিল ২০১৯ ০৪:৫৮ | আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ১৩:২৫
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে ডাচ ক্লাব আয়াক্সের মাঠে ১-১ গোলে ড্র করেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। ঐতিহ্যবাহী দুই ক্লাবের মুখোমুখি লড়াইয়ে জুভেন্টাসকে কখনোই হারাতে পারেনি ডাচ দল আয়াক্স।
বুধবার (১০ এপ্রিল) ইয়োহান ক্রুইফ অ্যারেনাতে অনুষ্ঠিত ম্যাচে চোট কাটিয়ে মাঠে ফিরেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমার্ধের শেষ মিনিটে জোয়াও কানসেলোর বাড়ানো ক্রস থেকে হেডে গোল করে জুভেন্টাসকে ০-১ গোলের লিড এনে দেন রোনালদো। এবারের আসরে এটি রোনালদোর পঞ্চম গোল।
০-১ গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফিরিয়ে আনে আয়াক্স। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দাভিদ নেরেস দারুণ শটে গোল করে আয়াক্সের পক্ষে ম্যাচে সমতা আনেন। আগের রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদকে হারানো আয়াক্স বলের নিয়ন্ত্রণ রেখে জুভেন্টাসের বিপক্ষে পুরো ম্যাচ জুড়েই দুর্দান্ত খেলে। কিন্তু জুভেন্টাসের রক্ষণভাগের দৃড়তাতে গোলবঞ্চিত হতে হয় আয়াক্সকে।
ফিরতি পর্বের ম্যাচে ১৬ এপ্রিল জুভেন্টাসের মাঠে মুখোমুখি হবে আয়াক্স। এওয়ে গোলের সুবিধা নিয়ে এগিয়ে থাকা জুভেন্টাস সেই ম্যাচে গোলশূন্য ড্র করলেও টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যাবে।
সারাবাংলা/এসবি