Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌসুমের বাকিটা দর্শক কেইন!


১০ এপ্রিল ২০১৯ ২০:০৮

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। এমন সুখবরের সঙ্গে দুঃসংবাদ রয়েছে ইংলিশ ক্লাবটির শিবিরে। দলটির তারকা স্ট্রাইকার হ্যারি কেইন চোট নিয়ে ছিটকে গেছেন। বাকি মৌসুম দর্শক হয়েও থাকতে হতে পারে ইংলিশ এই গোলমেশিনকে। কেইনের ইনজুরি বিশাল ধাক্কাই বলতে হবে টটেনহ্যামের জন্য।

গত জানুয়ারিতে ইংলিশ এই স্ট্রাইকার বাম গোড়ালিতে চোট পেয়ে আটটি ম্যাচ মিস করেছিলেন। পুরোনো জায়গায় নতুন করে আবারো চোট পেলেন রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কেইন।

বিজ্ঞাপন

টটেনহ্যামের নতুন স্টেডিয়ামে ম্যাচের ৫৫ মিনিটে আতিথ্য নেওয়া ম্যানচেস্টার সিটির তারকা ফ্যাবিয়ান ডেলফের সঙ্গে বল দখলের লড়াইয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন কেইন। প্রতিপক্ষ ডিফেন্ডার ডেলফের ক্লিয়ারেন্স ব্লক করতে গেলে তখনই ডেলফ তার পায়ের ওপর আচমকা পা দিয়ে ফেলেন। চোট আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে টানেলে চলে যেতে হয়। তার বদলি হয়ে মাঠে নামেন লুকাস মোউরা। ৭৯তম মিনিটে গোলের দেখা পায় টটেনহ্যাম। দলের ইংলিশ তারকা মিডফিল্ডার এরিকসেচের ক্রস ধরে সিটি ডিফেন্ডারদের পরাস্ত করে কোনাকুনি শটে বল জালে জড়ান দক্ষিণ কোরিয়ার সন হিয়ুং-মিন।

ম্যাচের পর কোচ মাউরিসিও পচেত্তিনো জানান, ‘এটা আমাদের জন্য দুশ্চিন্তার বিষয়। আমরা কেইনকে হারাতে যাচ্ছি, সম্ভবত বাকি মৌসুমের জন্যই। আশা করি, এটা বড় কোনো ঘটনা হবে না। কিন্তু সেরে ওঠার খুব বেশি সময়ও নেই। দেখে মনে হচ্ছে, এটা একই গোড়ালিতে এবং একরকম চোট। এটা খুবই দুঃখজনক এবং হতাশার।’

আগামী ৬ জুন উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ইংল্যান্ডের হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষেও কেইনের খেলা অনিশ্চিত।

বিজ্ঞাপন

এদিকে, ১৭ এপ্রিল ম্যানচেস্টার সিটির মাঠে পরের পর্বের খেলা অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে উঠতে হলে যেখানে ২-০ গোলের ব্যবধানে জিততে হবে পেপ গার্দিওয়ালা শিষ্যদের। টটেনহ্যাম ইউরোপিয়ান টুর্নামেন্টের ইতিহাসে যতবার প্রথম পর্বের ম্যাচ জিতেছে ততবারই পরের রাউন্ডে গেছে। তাই পচেত্তিনোর শিষ্যরা দ্বিতীয় পর্বের ম্যাচের আগে কিছুটা আশাবাদী হতেই পারে সেমিফাইনালে খেলার বিষয়ে। যদিও কেইনের খেলা নিয়ে শঙ্কা থাকছেই।

কিন্তু সেই ম্যাচের পূর্বে আবারো সেই পুরনো প্রশ্ন। সিটিজেনরা কি পারবে ইংলিশ দলের বিপক্ষে ইউরোপিয়ান লিগে নিজেদের জয়ের খরা ঘোঁচাতে? সেই উত্তর জানতে সকলের নজর এখন তাই ১৭ এপ্রিল ম্যানচেস্টার সিটির মাঠের দিকেই। তার আগে লিগ টেবিলের চারে আছে টটেনহ্যাম আর সিটিজেনরা আছে দুইয়ে। শীর্ষে আছে লিভারপুল।

সারাবাংলা/এমআরপি

চ্যাম্পিয়ন্স লিগ টটেনহ্যাম হ্যারি কেইন

বিজ্ঞাপন

টি-২০তে সবার আগে ৮ হাজারে তামিম
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর