নাসিরের গা ঝাড়ায় হারলো মাশরাফি-সৌম্যরা
১০ এপ্রিল ২০১৯ ১৭:০৭ | আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ১৮:০৮
চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল ২০১৯) শেষ বা ১১তম রাউন্ডে আবাহনীকে হারিয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখলো শেখ জামাল ধানমন্ডি। ৬১তম ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল বিকেএসপিতে। ম্যাচে আবাহনীকে ৩ উইকেটে হারিয়েছে শেখ জামাল। এই জয়ে ১১ ম্যাচে ৬ জয়ে শেখ জামালের পয়েন্ট গিয়ে দাঁড়ালো ১২, আবাহনী সমান ম্যাচে ৮ জয়ে সংগ্রহে রেখেছে ১৬ পয়েন্ট।
বুধবার (১০ এপ্রিল) আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে আবাহনী তোলে ২১১ রান। চ্যালেঞ্জিং এই টার্গেট পাড়ি দিতে শেখ জামালকে খেলতে হয়েছে ৪৮.৫ ওভার, হারিয়েছে ৭ উইকেট। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ম্যাচ সেরা হন শেখ জামালের নাসির হোসেন।
আবাহনী দলীয় ১৪ রানে টপঅর্ডারের চার উইকেট হারিয়ে ফেলে। নাসিরের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন সৌম্য সরকার (১), জাকিদ জাভেদ (৩) এবং নাজমুল হোসেন শান্ত (০)। হ্যাটট্রিকের সম্ভাবনাও জেগেছিল নাসিরের। ওপেনার জহুরুল ইসলামকে (৯) ফেরান সালাউদ্দিন শাকিল। দলের হাল ধরেন দলপতি মোসাদ্দেক হোসেন সৈকত। ১৩৯ বলে ৬টি চার আর তিনটি ছক্কায় করেন অপরাজিত ১০১ রান। মোহাম্মদ মিঠুন ৪৭ বলে করেন ৩৩ রান।
সাইফুদ্দিন ৮ রানে বিদায় নিলে সৈকতকে সঙ্গ দেন মাশরাফি এবং অভিষিক্ত আবদুল্লাহ আল মামুন। মাশরাফি ৩৩ বলে ২০ রান করেন। আবদুল্লাহ ২৫ বলে ২৬ রান করেন। শেষ দিকে সানজামুল ইসলাম ১ আর নাজমুল হোসেন ১ রান করেন।
শেখ জামালের স্পিনার নাসির হোসেন ১০ ওভারে ২৪ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। ইলিয়াস সানি পান দুটি উইকেট। একটি করে উইকেট পান সালাউদ্দিন শাকিল, জিয়াউর রহমান। উইকেট পাননি তাইজুল ইসলাম এবং এনামুল হক (২)।
২১২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শেখ জামালের ওপেনার ইমতিয়াজ হোসেন করেন ৩০ রান। হাসানুজ্জামান ৩ আর ইলিয়াস সানি ০ রানে বিদায় নেন। পুনে ওয়ারিয়র্স, কলকাতা নাইট রাইডার্সে খেলা ভারতীয় ব্যাটসম্যান আনুস্তুপ মজুমদার ৮২ বলে চারটি বাউন্ডারিতে করেন ৫৬ রান। দলপতি নুরুল হাসান সোহানের ব্যাট থেকে কোনো রান আসেনি। ৫৬ বলে চারটি চার আর দুটি ছক্কায় নাসির করেন ৪৫ রান। তানবীর হায়দার ৪৯ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। জিয়াউরের ব্যাট থেকে আসে ১৬ রান। এনামুল হক (২) ১৩ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। তার ছোটো ইনিংসে ছিল একটি করে চার ও ছক্কা। যা দলকে জেতাতে সহায়ক ছিল।
আবাহনীর পেসার নাজমুল ইসলাম একটি উইকেট পান। মাশরাফি ৯.৫ ওভারে ৪০ রান দিয়ে কোনো উইকেট পাননি। মোহাম্মদ সাইফউদ্দিন, সানজামুল ইসলাম, সৌম্য সরকার দুটি করে উইকেট পান।
সারাবাংলা/এমআরপি
** সহজ জয়ে শীর্ষে থেকে সুপার সিক্সে রূপগঞ্জ