Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উইজডেনের লিডিং ক্রিকেটার কোহলি


১০ এপ্রিল ২০১৯ ১৪:১৯

২০০৩ সাল থেকে ‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেন ম্যাগাজিন এক বর্ষপঞ্জিতে ক্রিকেটের সেরা পারফরমারকে দিয়ে আসছে ‘লিডিং ক্রিকেটার’ এর পুরস্কার। এবারও যেটি পেলেন বিরাট কোহলি। পারফরম্যান্সের দিক থেকে যে ভারতীয় অধিনায়ক সবাইকে ছাড়িয়ে, সেটা পরিসংখ্যানই বলছে। টানা তৃতীয়বার এই খেতাব জিতলেন টিম ইন্ডিয়ার তিন ফরম্যাটের দলপতি কোহলি।

স্বপ্নের মতো গত কয়েকটি বছর কাটিয়েছেন কোহলি। উইজডেনের লিডিং ক্রিকেটার নির্বাচন করতে তাই খুব বেশি ভাবতে হয়নি। ক্রিকেটের তিন সংস্করণেই অবিশ্বাস্য ব্যাটিং করা কোহলিই হয়েছেন ২০১৮ সালের শীর্ষ ক্রিকেটার।

বিজ্ঞাপন

উইজডেনের তালিকায় শীর্ষ পাঁচে কোহলির সঙ্গে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের জস বাটলার, স্যাম কুরান, সারের চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতা অধিনায়ক ররি বার্নস এবং ইংল্যান্ড নারী দলের টামি বিউমন্ট। লিডিং ক্রিকেটারের তালিকায় স্থান পেয়েছেন ভারতের নারী দলের তারকা সৃত্মি মন্ধানা। যিনি গত বছর ১৩টি ফিফটি সহ ১২৯১ রান করেছেন। টি-টোয়েন্টির লিডিং ক্রিকেটার হয়েছেন আফগানিস্তানের রশিদ খান। টানা দ্বিতীয়বার এই খেতাব পেলেন আফগান লেগস্পিনার।

২০১৮ সালে কোহলি তিন ফরম্যাট মিলিয়ে করেন ২৭৩৫ রান। যেখানে গড় দাঁড়ায় ৬৮.৩৭। দুইয়ে থাকা ইংল্যান্ডের জো রুটের থেকেও ৭০০ রান বেশি। ৩৭ ইনিংসে কোহলির নামের পাশে জমা হয় ১১টি সেঞ্চুরি। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে আসেন কোহলি।

এ সবই তো বলে দিচ্ছে সবকিছু। দলকেও টেস্টের শীর্ষস্থান এনে দিয়েছেন কোহলি। এবারের উইজডেনের প্রচ্ছদে জায়গা পেয়েছেন ইংলিশদের সর্বোচ্চ টেস্ট রান করা অ্যালিস্টার কুক এবং সর্বোচ্চ উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন।

বিজ্ঞাপন

তৃতীয় কোনো ভারতীয় হিসেবে উইজডেনের লিডিং ক্রিকেটার হয়েছেন কোহলি। ২০০৮ ও ২০০৯ সালে এ অর্জন ছিল বিরেন্দর শেবাগের। আর পরের বছরটা ছিল শচীন টেন্ডুলকারের। কোহলি লিডিং ক্রিকেটার হলেন টানা তৃতীয়বার।

সারাবাংলা/এমআরপি

উইজডেন কোহলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর