Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃথা গেল ফজলে মাহমুদের সেঞ্চুরি


৮ এপ্রিল ২০১৯ ১৭:২৫

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে খেলাঘর। চলতি ডিপিএলের দশম রাউন্ডের ম্যাচে ডাকওয়ার্থ লুইস মেথডে ১২ রানে জিতেছে খেলাঘর। ১০ ম্যাচ শেষে ব্রাদার্স হারলো আটটিতে, খেলাঘর জিতলো তিনটিতে।

সোমবার (৮ এপ্রিল) আগে ব্যাট করতে নামা ব্রাদার্স ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২৬৭ রান। বৃষ্টির কারণে খেলাঘরের ইনিংস থামে ১ উইকেট হারিয়ে ৮৪ রানের মাথায়। বৃষ্টি আইনে দলটি ১২ রানে হারায় ব্রাদার্সকে।

বিজ্ঞাপন

ব্রাদার্সের ওপেনার জুনায়েদ সিদ্দিকী ০ রানে ফিরলেও আরেক ওপেনার মিজানুর রহমান করেন ৪৯ রান। তিন নম্বরে নেমে রানআউট হওয়ার আগে ফজলে মাহমুদ ১১৬ বলে সাতটি চার আর দুটি ছক্কায় করেন ইনিংস সর্বোচ্চ ১০৩ রান। ব্রাদার্সের ভারতীয় রিক্রুট দেবব্রত দাস ৪৫ রানের ইনিংস খেলেন। ইয়াসির আলি ৩২ বলে একটি বাউন্ডারি আর তিনটি ওভার বাউন্ডারিতে করেন অপরাজিত ৪৭ রান। মোহাম্মদ শাহাজাদা ১৩ রান করে বিদায় নেন।

খেলাঘরের রবিউল ইসলাম রবি, রবিউল হক, তানভীর ইসলাম এবং মাসুম খান একটি করে উইকেট পান।

২৬৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে এক উইকেট হারিয়ে খেলাঘর তোলে ৮৪ রান। এরপর বৃষ্টিতে আর বল মাঠে গড়ায়নি। ওপেনার শাহরিয়ার কমল ২১ রান করে রানআউট হন। আরেক ওপেনার রবিউল ইসলাম রবি ৩৯ এবং তিন নম্বরে নামা মাহিদুল ইসলাম অঙ্কন ২১ রানে অপরাজিত থাকেন।

দিনের অপর ম্যাচে মিরপুরে শাইনপুকুরকে ডাকওয়ার্থ লুইস মেথডে ২১ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর বিকেএসপিতে ডাকওয়ার্থ লুইস মেথডে প্রাইম ব্যাংককে ১৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহামেডান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

ডিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর