Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে পুমার প্রথম ফ্ল্যাগশিপ স্টোর


৮ এপ্রিল ২০১৯ ১৩:৫১

প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালুর মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল স্পোর্টস ব্র্যান্ড পুমা। রাজধানীর বনানী ১১ নম্বর রোডে গ্লোবাল স্পোর্টস ব্র্যান্ড পুমা স্টোর উদ্বোধন করা হয়। এই ফ্ল্যাগশিপ স্টোরটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম স্টোরগুলোর একটি। ২ হাজার ২শ বর্গফুট আয়তনের এ স্টোরটি জুড়ে রয়েছে এ ব্র্যান্ডের লেটেস্ট সব পারফরমেন্স ও স্পোর্টস স্টাইল পণ্য।

বিজ্ঞাপন

জার্মানি ভিত্তিক এ প্রতিষ্ঠান বিশ্বের ১২০টির অধিক দেশে পণ্য সরবরাহ করে থাকে। গ্রাহকদের পুমা ব্র্যান্ডের বিস্তৃত অভিজ্ঞতা প্রদান করতে স্টোরটির বিন্যাস, ব্র্যান্ড ও ক্যাম্পেইনের চিত্রাবলী এবং পণ্য প্রদর্শনের বিশেষ সমন্বয় করা হয়েছে।

বাংলাদেশে পুমার প্রথম স্টোর চালুর বিষয়ে পুমা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অভিষেক গাঙ্গুলি জানান, ‘বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতি এখন বেশ দ্রুত অগ্রসরমান এবং এ দেশের বাজার আমাদের কার্যক্রম শুরুর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজধানীর প্রাণকেন্দ্রে আমাদের উপস্থিতি নিশ্চিত করতে পেরে আমরা বেশ আনন্দিত। এ স্টোরটি দক্ষিন পূর্ব এশিয়ার সবচেয়ে বড় স্টোরগুলোর একটি, যা এ দেশের পেশাজীবী মানুষ এবং অ্যাথলেটদের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি, তারই প্রমাণ দেয়। আমাদের অনন্য সব ইকুইপমেন্ট এবং গিয়ারের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রের সমৃদ্ধিতে কাজ করাই আমাদের লক্ষ্য।’

স্টোরটি চালুর বিষয়ে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ একটি স্থানে পুমার প্রথম ব্র্যান্ড স্টোর চালু করতে পেরে আমরা সত্যিই গর্বিত। আমরা এই অঞ্চলে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই, আর বনানীতে আমাদের নিজস্ব এই স্টোরটি এর জন্য একটি অন্যতম ভালো পদক্ষেপ বলে মনে করছি। এই ফ্ল্যাগশিপ স্টোরের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য পুমার সেরা সব পণ্য এবং অভিজ্ঞতা গ্রহণের সুযোগ করে দিতে আগ্রহী।’

স্টোরটি চালুর বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম বলেন, ‘পুমার মতো বিশ্বের শীর্ষস্থানীয় একটি স্পোর্টস ব্র্যান্ড বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে এটা আমাদের জন্য আনন্দের বিষয়। আমার মতো প্রফেশনাল অ্যাথলেট এবং ক্রীড়ামোদিদের জন্য এটা প্রেরণাদায়ক। অদূর ভবিষ্যতে বাংলাদেশে পুমার আরও স্টোর চালু হবে বলে আমি আশা করছি।’

বিজ্ঞাপন

ফ্ল্যাগশিপ স্টোরটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, সাব্বির রহমান, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, আবু হায়দার রনি ও মোসাদ্দেক হোসেন সৈকত। এ ছাড়াও উপস্থিত ছিলেন পুমা ইন্ডিয়া এবং ডিবিএল গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ। যাদের মধ্যে ছিলেন পুমা ইন্ডিয়ার মাল্টি ব্র্যান্ড চ্যানেলের বিজনেস হেড পুলক চৌধুরী, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম. এ. রহিম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাদের।

উল্লেখ্য, বিশ্বের শীর্ষস্থানীয় স্পোর্টস ব্র্যান্ডগুলোর অন্যতম পুমা। যা পোশাক, ফুটওয়্যার ও বিভিন্ন অ্যাকসেসরিজ ডিজাইন করার পাশাপাশি সেগুলো উৎপাদন ও বাজারজাত করে থাকে। ৭০ বছর ধরে বিশ্বের ক্ষিপ্রগতির ক্রীড়াবিদদের জন্য পণ্য তৈরি করার মাধ্যমে পুমা নিরলসভাবে ক্রীড়া এবং সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্যাটাগরি যেমন-ফুটবল, দৌড় ও প্রশিক্ষণ, বাস্কেটবল, গলফ এবং মোটরস্পোর্টসের জন্য পুমার রয়েছে পারফরমেন্স ও স্পোর্টস ওরিয়েন্টেড লাইফস্টাইল পণ্যসামগ্রী। নগরজীবন ও সংস্কৃতিতে ক্রিড়ার ছোঁয়া নিয়ে আসতে বিশ্বখ্যাত ডিজাইনার ও ব্র্যান্ডের সাথে কাজ করে প্রতিষ্ঠানটি। পুমা ছাড়াও পুমা গ্রুপের মালিকানায় রয়েছে কোবরা গলফ ও ডবোটেক্স নামক আরও দুটি ব্র্যান্ড।

সারাবাংলা/এমআরপি

পুমা ফ্ল্যাগশিপ মুশফিক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর