Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারের বৃত্তে মোহামেডান, টানা জয়ে শীর্ষেই কিংস


৭ এপ্রিল ২০১৯ ১৯:০১

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল মোহামেডান। হারের বৃত্ত থেকে বেরুতে পারেনি দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। দলটিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। তাতে টানা তৃতীয় ম্যাচ হেরে টেবিলের ১১ নম্বরে নেমে গেল মোহামেডান। আর টানা চার জয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে বসুন্ধরা কিংস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার (৭ এপ্রিল) বিকেল ৪টায় লিগ লিডার বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামে এক সময়ের পরাশক্তি ঢাকা মোহামেডান। গেল দেখায় বসুন্ধরা কিংসের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরেছিল মোহামেডান।

বিজ্ঞাপন

ম্যাচের ১৯তম মিনিটে বসুন্ধরাকে এগিয়ে নেন মার্কোস ভিনসিয়াস সোয়ারেজ। মোহাম্মদ ইব্রাহিমের বাড়ানো বলে ডানপায়ের শটে গোল করেন ব্রাজিলের ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। বসুন্ধরা লিড নিলেও দুই মিনিট পর সমতায় ফেরে মোহামেডান। দলের সেরা তারকাদের অন্যতম গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিং ডার্বোয়ে গোল করেন। ৩৬ মিনিটের মাথায় আবারো লিড নেয় বসুন্ধরা। দলের দ্বিতীয় গোলটি করেন মতিন মিয়া। ২-১ গোলে এগিয়ে যায় কিংসরা। দলের দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেন বখতিয়ার দুষোবেকভ।

বিরতির দুই মিনিট আগে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন সোয়ারেজ। তাতে ৩-১ গোলের লিড নেয় বসুন্ধরা। বিরতির পর ম্যাচের ৮৩ মিনিটের মাথায় দলের চতুর্থ গোলটি করেন কিরগিজস্তানের ২৩ বছর বয়সী ফরোয়ার্ড বখতিয়ার দুষোবেকভ (৪-১)। মাসুক মিয়া জনির অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি।

৪-১ স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। স্কোর যাই হোক, দুই দলের বল দখলের লড়াইয়ে কাউকেই এগিয়ে রাখা যায়নি। দুই দলই নিজেদের দখলে বল রেখেছিল ৫০ শতাংশ সময়।

বিজ্ঞাপন

১০ ম্যাচে ৯ জয় আর এক ড্রয়ে সর্বোচ্চ ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ঢাকা আবাহনী। এদিকে, সিলেট জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শেখ রাসেল মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা সংসদের। বিপিএল লিগ টেবিলে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ রাসেল আর ১৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে মুক্তিযোদ্ধা (ম্যাচটি চলমান)।

সারাবাংলা/এমআরপি

প্রিমিয়ার লিগ বসুন্ধরা কিংস মোহামেডান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর