Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিসংখ্যানে বার্সা-ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ


৭ এপ্রিল ২০১৯ ১৭:৩২

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড আর স্প্যানিশ ফেভারিট বার্সেলোনা। দুই জায়ান্টের মোকাবিলার প্রথম ধাপ অনুষ্ঠিত হবে উইনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে। হাইভোল্টেজ এই ম্যাচে আগামী ১১ এপ্রিল বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে দুই দল।

আসুন দেখে নেই এই ম্যাচের আগে কিছু পরিসংখ্যান
** চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত এই দুই দলের দেখা হয়েছে ১১ বার। ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে তিনটি ম্যাচ, বার্সেলোনা জিতেছে চারটি ম্যাচ। বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে।

বিজ্ঞাপন

** দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৮ সালে। পল স্কোলসের একমাত্র গোলে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড।

** বার্সেলোনার বিপক্ষে মুখোমুখি হওয়া গত চার ম্যাচে হারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ফলাফল ছিল দুই জয় এবং দুই ড্র।

** ইউরোপিয়ান টুর্নামেন্টে ম্যানচেস্টার ইউনাইটেডের কোয়ার্টার ফাইনালের রেকর্ড হলো ১২ জয় এবং ৬ পরাজয়। সর্বশেষ ২০১৪ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-২ ম্যাচে হেরেছিল রেড ডেভিলসরা।

** শেষ ২৮ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ১৭টি, হেরেছে ছয়টি এবং ড্র করেছে ৫টি ম্যাচে।

** জেরার্ড পিকে এই প্রথমবার ওল্ড ট্রাফোর্ডে খেলতে আসছেন ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বার্সেলোনাতে যোগ দেয়ার পরে। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ৪ মৌসুমে ২৩ ম্যাচ খেলে ২ গোল করেন বার্সেলোনার এই ডিফেন্ডার।

** একই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড এবার দ্বিতীয় কোনো স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষের মাঠে নামবে। গ্রুপ পর্বে খেলেছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে।

বিজ্ঞাপন

** একই সিজনে বার্সেলোনা এবার দ্বিতীয় কোনো ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে। গ্রুপ পর্বে খেলেছিল টটেনহ্যামের বিপক্ষে।

** বার্সেলোনা গত পাঁচ বারের চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে চারবার কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে। দুইবার অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে, জুভেন্টাস ও রোমার কাছে হেরেছে একবার করে।

** টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা দুই লেগ মিলিয়ে খেলা ২৪ ম্যাচের ১৪ টিতে জয় পেয়েছে ইংলিশ ক্লাবের বিপক্ষে। সর্বশেষ ২০১২ সালে চেলসির বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে হেরেছে।

সারাবাংলা/এসবি/এমআরপি

** মেসি-সুয়ারেজের গোলে শিরোপার আরও কাছে বার্সা

চ্যাম্পিয়ন্স লিগ বার্সা ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর