Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্প্যানিশ লিগে মেসির সর্বোচ্চ জয়ের রেকর্ড


৭ এপ্রিল ২০১৯ ১৪:১৮

নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে অ্যাতলেতিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের দিকে ছুটছে বার্সেলোনা। ৮৫তম মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যাওয়ার পর বার্সার দলপতি মেসি পরের মিনিটে গোল করেন। লা লিগার চলতি মৌসুমে ২২তম জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

বার্সার এই জয়ে রেকর্ড গড়েন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী মেসি। লা লিগায় নিজের ৩৩৫তম জয় নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক। তাতে টপকে যান রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে। বর্তমানে পোর্তোতে খেলা এই স্প্যানিশ গোলরক্ষক লা লিগায় জিতেছিলেন ৩৩৪ ম্যাচ।

বিজ্ঞাপন

এস্পানিওলকে হারিয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক ইকার কাসিয়াসের সর্বোচ্চ জয়ের রেকর্ড ছুঁয়েছিলেন মেসি। ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সা ড্র করেছিল। তাতে অপেক্ষা বেড়েছিল মেসির। অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ঘরের মাঠে রেকর্ডটা নিজের করে নিয়েছেন বার্সার সুপারস্টার।

এর আগে লা লিগার ম্যাচে এস্পানিওলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন বার্সার প্রাণভোমরা মেসি। প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় আট মৌসুমে ৩০ বা তার অধিক গোল করেছেন। এদিকে টানা দশ মৌসুম ৪০ এর বেশি গোল করার রেকর্ডও হয়ে গেছে তার। চলতি মৌসুমে লা লিগায় ২৯ ম্যাচে মেসির গোল ৩৩টি। আর সবরকম প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে মেসির গোলসংখ্যা ৪৩টি।

শুধু তাই নয়, এরই মধ্যে বার্সার জার্সিতে সাবেক কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তাকে টপকে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও নিজের নামে করে নিয়েছেন মেসি। ২০০৪ সালে কাতালানদের মূল দলে অভিষেক হওয়ার পর থেকেই নিয়মিত খেলছেন তিনি। বার্সার সর্বকালের সেরা এই ফুটবলার খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৭৭ ম্যাচ। সর্বোচ্চ ম্যাচ খেলেছেন জাভি (৭৬৭)। ইনিয়েস্তা খেলেছেন তৃতীয় সর্বোচ্চ ৬৭৪ ম্যাচ। এই তালিকায় চারে বার্সার আরেক সাবেক কিংবদন্তি কার্লোস পুয়োল (৫৯৩)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

** মেসি-সুয়ারেজের গোলে শিরোপার আরও কাছে বার্সা

ক্যাসিয়াস বার্সা মেসি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর