রোনালদোহীন জুভেন্টাস এগিয়ে গেল শিরোপার আরও কাছে
৭ এপ্রিল ২০১৯ ১২:১৪ | আপডেট: ৭ এপ্রিল ২০১৯ ১২:৪০
তুরিনে এসি মিলানের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে সিরি আ’র শিরোপা এক প্রকার নিজেদের করে নিলো জুভেন্টাস। ইনজুরিতে আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনালদোর ফেরার সম্ভবনা থাকলেও শেষ পর্যন্ত তাকে ছাড়ায় মাঠে নামে জুভেন্টাস।
আ্যলিয়েঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দারুণ খেলতে থাকে এসি মিলান। জানুয়ারিতে জেনোয়া থেকে এসি মিলানে যোগ দেওয়া ক্রিস্তফ পিয়াটেকের গোলে লিড নেয় রোসোনেরিরা।
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে দারুণ শুরু করে জুভেন্টাস। ৬০ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালারে গোলে ম্যাচে সমতায় ফেরে জুভে। এক সময় মনে হচ্ছিলো পয়েন্ট ভাগাভাগি করেই শেষ হবে ম্যাচটি। তবে বদলি হিসেবে নামা মোয়েস কিয়েন ৮৪ মিনিটে গোল করে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন।
এ জয়ে লিগ টেবিলে একছত্র আধিপত্য ধরে রাখলো জুভেন্টাস। ৩১ ম্যাচ শেষ ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যাক্স এলেগ্রি শিষ্যরা। আর দ্বিতীয় স্থানে থাকা নাপোলি আছে ২১ পয়েন্ট পিছিয়ে। আর ৫২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এসি মিলান।
সারাবাংলা/এসএস