অভিষিক্ত জোসেপের তোপে লণ্ডভণ্ড হায়দ্রাবাদ
৭ এপ্রিল ২০১৯ ০২:৪৯ | আপডেট: ৭ এপ্রিল ২০১৯ ১৩:৫৪
আইপিএল অভিষেকেই চমকে দিলেন আলজারি জোসেপ। তার পেস তোপে নিজেদের মাঠে থরহরি-কম্প হায়দ্রাবাদ গুটিয়ে গেল ৯৬ রানে। একে একে তুলে নিলেন ছয় স্বাগতিক ব্যাটসম্যানকে! অথচ জয়ের জন্য লক্ষ্যটি একেবারেই আহামরি দেয়নি মুম্বাই ইন্ডিয়ানস। মাত্র ১৩৭ রান। কিন্তু অবিশ্বাস্যভাবে তাও হলো না! যার নেপথ্যের মহানায়ক হয়ে থাকলেন আলজারি জোসেপ।
২২ বছর বয়সী এই ক্যারিবীয় পেসার ৩.৪ ওভার বল করে ১৭.৪ ওভারেই লণ্ডভণ্ড করে দিলেন ভুবনেশ্বর কুমারদের ইনিংস। বিনিময়ে রান দিয়েছেন মাত্র ১২টি। দিন শেষে ৪০ রানের জয় ধরা দিয়েছে মুম্বাই শিবিরে।
শনিবার (৬ এপ্রিল) হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক বোলারদের বিপক্ষে হতাশা বৈ আর কিছুই উপহার দিতে পারেননি মুম্বাইয়ের ডাকসাইটে ব্যাটসম্যানরা।
ওপেনার রোহিত শর্মা ১১ ও কুইন্টন ডি কক ফিরেছেন ১৯ রানে। টপ অর্ডারে সুর্য কুমার যাদব ৭ ও ইশান কিশান দলকে উপহার দিয়েছেন মাত্র ১৭ রান। মিডল অর্ডারে দাঁড়াতে পারেননি কুনাল পান্ডিয়াও। মাত্র ৬ রানে পাত্তারি গুটিয়ে ক্রিজ ছাড়া হয়েছেন।
ভাগ্যিস ৬ এ নামা কাইরন পোলার্ড মৃদু ঝড় তুলেছিলেন। ২৬ বলে তার ৪৬ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের খরচায় ১৩৬ রানের যৎসামান্য সংগ্রহ পায় মুম্বাই।
উইকেট শিকারে হায়দ্রাবাদের হয়ে একচ্ছত্র দাপট কেউই দেখাতে পারেননি। সিদ্ধার্থ কউল ২টি, ভুবনেশ্বর কুমার, সন্দিপ শর্মা, মোহাম্মদ নবী ও রশিদ খান ১টি করে শিকার করেছেন।
জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্যটি হয়তো পাত্তাই দেয়নি হায়দ্রাবাদ। অতি-আত্মবিশ্বাসই দিন শেষে দলটির কাল হয়ে দাঁড়ালো। তরুণ আলজারি জোসেপ এমন তোপ চালালেন যে উইকেটে দাঁড়িয়ে থাকাই অরেঞ্জ আর্মি ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিলো। আগেই বলা হয়েছে ৩.৪ ওভারে মাত্র ১২ রানের বিনিময়ে ৬ ব্যাটসম্যানকে তুলে নিয়েছেন জোসেপ।
তার আগুনের হল্কা ছোড়া বোলিংয়ের দিনে হায়দ্রাবাদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ২০ রান করেছেন মিডল অর্ডার দীপক হুদা। ডেভিড ওয়ার্নার ১৫, জনি বেয়ারস্টো ১৬, বিজয় শঙ্কর ৫, মানিষ পান্ডে ১৬, ইউসুফ পাঠান ০ মোহাম্মদ নবী ১১ ও মাঝে মধ্যে ঝড়ো ইনিংস উপহার দেয়া টেলএন্ডার রশিদ খান নিজের ইনিংসের ফুলস্টপ টেনেছেন ০ রানে।
বাকি চার উইকেটের ২টি রাহুল চাহার, ও ১টি করে নিয়েছেন জসপ্রিত বুমরাহ এবং জ্যাসন বেহরেনড্রফ।
ম্যাচসেরা হয়েছেন আলজারি জোসেপ।
সারাবাংলা/এমআরএফ