Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হয়ে গেল মাহমুদউল্লাহর বিশ্বকাপ প্রস্তুতি


৬ এপ্রিল ২০১৯ ১৯:২৩ | আপডেট: ১২ মে ২০১৯ ১৪:৩২

তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কী না, কিংবা লম্বা সময় মাঠের বাইরে থাকবেন কী না সেটা নিয়ে অনেক প্রশ্নের জন্ম হয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ডাইভ দিতে গিয়ে কাঁধে চোট পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের মেডিকেল বিভাগ। অবশেষে শনিবার (৬ এপ্রিল) ব্যাট হাতে অনুশীলন করে সব শঙ্কা দূর করেছেন মাহমুদউল্লাহ।

নিউজিল্যান্ড থেকে ফেরার পর বিশ্রামে থাকায় মাহমুদউল্লাহর ওজন বেড়েছে ৩-৪ কেজি। বিশ্বকাপ প্রস্তুতি শুরুর আগেই বাড়তি ওজন কমিয়ে ফেলবেন বলে জানান তিনি। গত কয়েক দিন থেকে রানিং আর জিম করে সময় কাটিয়েছেন। শনিবার মিরপুর একাডেমি মাঠে নেটে ব্যাটিং করেছেন। সেখানে প্রায় পৌনে এক ঘণ্টা ব্যাট করেছেন তিনি। আর এর মধ্যদিয়ে শুরু হয়ে গেল মাহমুদউল্লাহর বিশ্বকাপ প্রস্তুতি।

বিজ্ঞাপন

নেট বোলারদের সব ডেলিভারি খেলেছেন সতর্কভাবে। স্পিনার এবং পেসারদের সামলাতে কোনো সমস্যা অনুভব করেননি মাহমুদউল্লাহ। অনুশীলনের পর গণমাধ্যমে জানান, প্রায় ২১ দিন (তিন সপ্তাহ) পর ব্যাট হাতে নিলাম। শতভাগ এফোর্ট দিয়েই ব্যাট করেছি। কাঁধে কোনো ব্যথা অনুভব করিনি।

মাহমুদউল্লাহর ব্যাটিং পর্যবেক্ষণ করেছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম। এর আগে মেডিকেল টিম গঠন করে মাহমুদউল্লাহর সার্বিক অবস্থা পর্ববেক্ষণ করা হয়। সেই পর্যবেক্ষণ বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজন্টে ও নির্বাচকমন্ডলীর কাছে জমা দেবে বিসিবি মেডিকেল বিভাগ। এরপর সিদ্ধান্ত নেবেন নির্বাচকেরা।

এদিকে, তামিম ও মুশফিক ছাড়া নিউজিল্যান্ড সফর শেষে জাতীয় দলের অনেকেই ইতোমধ্যেই ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের চলতি মৌসুমের খেলা শুরু করে দিয়েছেন। শেখ জামালের জার্সি গায়ে সুপার লিগ থেকে মাহমুদউল্লাহরও খেলার কথা। সময় বলে দেবে তিনি চলতি ডিপিএলে মাঠে নামবেন কী না।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

** বড় দলগুলোকে হতাশ করতে পারে বাংলাদেশ: গর্ডন গ্রিনিজ

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর