তিন পক্ষই সমঝোতায়, রিয়ালে যাচ্ছেন হ্যাজার্ড!
৬ এপ্রিল ২০১৯ ১৫:৪৩ | আপডেট: ৬ এপ্রিল ২০১৯ ১৫:৫১
রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে আসরের তৃতীয় স্থানটি দখল করে এডেন হ্যাজার্ডের বেলজিয়াম। তখন ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো বার বার জানিয়েছে, হ্যাজার্ড ইংল্যান্ড ছেড়ে স্পেনে পাড়ি জমাতে চান। আরও জানায়, স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে হ্যাজার্ডের এজেন্টের দেখা হয়েছে, আবার রিয়াল মাদ্রিদও চাইছে এই বেলজিয়ান তারকাকে। খুব শিগগিরই হয়তো সব গল্পের অবসান হতে চলেছে।
রিয়াল কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দিয়েছে জিনেদিন জিদানকে। এরই মধ্যে জিদান ব্রাজিলের এডার মিলিতাওকে পোর্তো থেকে কিনে এনেছেন। ইসকোকে রেখে দেওয়ার জন্য রিয়ালকে নবায়নকৃত চুক্তির অনুমোদন দিয়েছেন। এবার বেলজিয়ান তারকা হ্যাজার্ডকে নেওয়ার অনুমোদনটাও দিয়েছেন জিদান।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, ৬ বছরের চুক্তিতে হ্যাজার্ডকে নিয়ে আসছে রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে রিয়াল, চেলসি আর হ্যাজার্ডের এজেন্ট-তিন পক্ষই একটি সমঝোতায় পৌঁছেছে।
চেলসির কোচ মাউরোসিও সারি কদিন আগে বলেছিলেন, আমি মনে করি, হ্যাজার্ড রিয়ালে যেতে চাইলে চেলসি তাকে কোনো বাধা দেবে না। এটা নিয়ে আপনাদের (মিডিয়া) তার সাথেই কথা বলতে হবে। আমি হ্যাজার্ড বা জিদানকে নিয়ে কোনো কথা বলতে পারি না। এগুলো নিয়ে আমি খুব বেশি চিন্তিতও নই। আপনারা আমার মতামত খুব ভালো করেই জানেন। আর যারা চেলসির হয়ে খেলতে চায়, আমি শুধু তাদেরই চাই।
রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে হ্যাজার্ডের কাছে জানতে চাওয়া হয়, চেলসি ছেড়ে অন্য ক্লাবে যাচ্ছেন কিনা? হ্যাজার্ড তখন বলেছিলেন, দুর্দান্ত ছয়টা বছর চেলসিতে কাটালাম। নতুন কোনো দলে যেতেও পারি। সব ভেবে সিদ্ধান্ত নেব। আমার পছন্দের ক্লাবের নামটা সবাই জানেন। তবে, সবকিছুই নির্ভর করছে চেলসির উপর। রিয়ালে খেলার ইচ্ছে আছে।
এদিকে, হ্যাজার্ডকে যে কোনো মূল্যে দলে ভেড়াতে প্রস্তুতি নিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বার্সা। গত মৌসুমে হ্যাজার্ডকে নিতে রিয়ালকে ২০০ মিলিয়ন ইউরোর অঙ্ক জানিয়ে দিয়েছিল চেলসি। তখন রিয়াল সেই পথ থেকে সরে দাঁড়ায়।
সারাবাংলা/এমআরপি
** দ্বিতীয় মেয়াদে প্রথম হোঁচট জিদানের রিয়ালের