Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের শীর্ষে লিভারপুল


৬ এপ্রিল ২০১৯ ০৬:১৯ | আপডেট: ৬ এপ্রিল ২০১৯ ১৪:০৩

শুরুতে এগিয়ে ছিল সাউদাম্পটনই। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোজবাজির মতো পাল্টে গেল ম্যাচের দৃশ্যপট। প্রথমার্ধেই সমতায় ফিরে ম্যাচ শেষে ৩-১ এ জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। এই জয়ে টেবিলের টপার ম্যানসিটিকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলো মোহাম্মদ আল সালাহ ও তার দল।

সিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে অলরেডদের পয়েন্ট এখন ৮২। ২ পয়েন্ট কমে মোট ৮০ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে আকাশী নীলরা।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ এপ্রিল) সেইন্ট ম্যারি’স স্টেডিয়ামে ম্যাচের ৯ মিনিটে লিভারপুল জালে বল জড়ান শেন লং। এগিয়ে যায় সাউদাম্পটন।

সমতায় ফিরতে মরিয়া ক্লপ শিষ্যরা গোলের দেখা পায় প্রথমার্ধ শেষের ৯ মিনিট আগে। নাবি কেইতার গোলে ১-১ এ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

ম্যাচের বয়স যখন ৮০ মিনিট তখন দলকে লিড এনে দেন সালাহ। দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করলে ২-১ এ এগিয়ে যায় লিভারপুল।

তৃতীয় ও শেষ গোলটি আসে ৮৬ মিনিটে। হেন্ডারসনের শটে গোলরক্ষক পরাস্ত হলে ৩-১ ব্যবধানে জয়ে নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

সারাবাংলা/এমআরএফ

ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর