রোনালদো ফিরছেন আয়াক্সের বিপক্ষেই
৫ এপ্রিল ২০১৯ ১১:২০ | আপডেট: ৯ এপ্রিল ২০১৯ ১৯:৫৮
ইনজুরিতে পড়ে ক্ষীণ হয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আয়াক্সের বিপক্ষে খেলার আশা। তবে, ইতালির গণমাধ্যমের তথ্য অনুযায়ী আয়াক্সের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
পর্তুগালের হয়ে উয়েফা ইউরোর কোয়াইলিফাইং রাউন্ডে সার্বিয়ার বিপক্ষে খেলার সময় আহত হন রোনালদো। তৎক্ষণাৎ মাঠ ছাড়েন পর্তুগীজ তারকা। পরীক্ষা-নিরীক্ষার পর প্রথম মেডিকেল রিপোর্টে জানা যায় তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে রোনালদোকে।
তবে মেডিকেল রিপোর্ট নয়, রোনালদোর কথা সত্য হওয়ার সম্ভবনার কথাই জানিয়েছে ইতালিয়ান গণমাধ্যমগুলো। ইনজুরি পরবর্তী সময়ে রোনালদো জানিয়েছিলেন, ‘আমার শরীরের অবস্থা আমি জানি, আমি আয়াক্সের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত থাকবো।’
আর নিজের কথাকেই বাস্তবে রূপ দিতে চলেছেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি ১১ এপ্রিল। তবে তার আগে ইতিয়ালিয়ান সিরি আ’তে ৬ এপ্রিল জুভেন্টাস লড়বে এসি মিলানের বিপক্ষে। ইতালিয়ান গণমাধ্যমের মতে, রোনালদোকে মিলানের বিপক্ষেই মাঠে দেখা যেতে পারে।
সারাবাংলা/এসএস