Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় দলগুলোকে হতাশ করতে পারে বাংলাদেশ: গর্ডন গ্রিনিজ


৪ এপ্রিল ২০১৯ ২০:২৭

এবারের বিশ্বকাপে কে ফেবারিট? দিন কয়েক আগে অধিনায়ক বিরাট কোহলিকে প্রশ্নটি করেছিল ভারতের একটি সংবাদমাধ্যম। উত্তরে কোহলি বলেছিলেন, ‘নির্দিষ্ট করে বলা কঠিন। এবারের বিশ্বকাপে সবাই ফেবারিট।’ একই প্রশ্ন এবার করা হলো বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম হেড কোচ গর্ডন গ্রিনিজকে। যার অধীনে ১৯৯৯ বিশ্বকাপে ইংলিশ কন্ডিশনে প্রথমবারের মতো পাকিস্তান বধের গৌরব নিয়ে দেশে ফিরেছিলেন বুলবুল, নান্নুরা।

বিজ্ঞাপন

উত্তরটা তিনি কোহলির অনুরূপই দিয়েছেন। তার মতে, এবারের বিশ্বকাপ এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে যে বাংলাদেশকে খাটো করে দেখার সুযোগ নেই। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষের বিপক্ষেও তারা হয়ে উঠতে পারে মূর্তমান ত্রাস। ক্রিকেট বিশ্বের পরাশক্তির চোখে চোখ রেখে এবারও বৈশ্বিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাশরাফি, সাকিবরা। তবে স্বাগতিক হওয়ায় ইংল্যান্ডকে কিছুটা এগিয়ে রেখেছেন।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন উপলক্ষে বাংলাদেশে এসেছেন গর্ডন। থাকবেন আরো দুদিন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) কুর্মিটোলা গলফ ক্লাবে সাংবাদিকরা কথা বলার অনুরোধ করেছিলেন। তাদের করা প্রশ্নের জবাবেই তিনি এসব কথা বলেছেন।

গর্ডন জানান, ‘আশা করি বাংলাদেশ ভালো করবে। তবে ইংল্যান্ড সম্ভবত এগিয়ে থাকবে। টুর্নামেন্ট যেহেতু ইংল্যান্ডে হচ্ছে। তবে ইংল্যান্ড ঘরের মাঠে ফাইনালে উঠেও জিততে পারেনি। কাজেই বলব, সবার সমান সুযোগ থাকবে। এই মুহূর্তে কোনো দল নেই যারা একাই ছড়ি ঘোরাচ্ছে। আমি তাই বলতে পারব না এরাই সবচেয়ে ফেবারিট। আপনি আশা করতে পারেন প্রতিদ্বন্দ্বিতার দিক দিয়ে সফল টুর্নামেন্টই হতে যাচ্ছে। বাংলাদেশ যদি ভালো খেলে তারা অনেক বড় দলগুলকে হতাশ করতে পারে। আশা করি এই টুর্নামেন্টে তারা ধারাবাহিক ভালো খেলবে।’

গলফ টুর্নামেন্টের অতি ব্যস্ততায় এবার সম্ভবত এক সময়ের প্রিয় কর্মস্থল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যাওয়া হচ্ছে না গর্ডনের। তবে এদেশের ক্রিকেট বন্ধুদের সঙ্গে ঠিকই দেখা করবেন। তাদের তালিকায় সবার প্রথমে আছেন মোহাম্মদ আশরাফুল, ‘এবার বিসিবিতে যাওয়া কঠিন হবে। দুদিনের জন্য এসেছি। তবে কয়েকজন ক্রিকেটসংশ্লিষ্ট বন্ধুর সঙ্গে দেখা হবে। আশরাফুলের সঙ্গে আজ দেখা হবে। আমি এখানে গলফের প্রমোট করতে এসেছি। এটা নিয়ে ব্যস্ত থাকব।’

যেহেতু বাংলাদেশ ক্রিকেটর সঙ্গে আগের মতো যোগাযোগই নেই, সেহেতু লাল সবুজের দলের বর্তমান কম্বিনেশন সম্পর্কেও সম্যাক অবগত নন এই ক্যারিবিয়। কিন্তু তাতে কি? বিশ্বকাপে মাশরাফি, সাকিবদের শুভকামনা জানাতে এতটুকু কার্পণ্য দেখালেন না।

গর্ডন যোগ করেন, ‘এবার বিশ্বকাপে বাংলাদেশের কোন দল খেলতে যাচ্ছে সেটা জানি না। যেহেতু তাদের সঙ্গে আমি কাজ করি না। আমার পক্ষে এই দল সম্পর্কে কিছু বলা কঠিন। ১৯৯৯ বিশ্বকাপে অনেক পরিশ্রম করেছিলাম আমরা। আশা করি বাংলাদেশ ভালো করবে। তাদের জন্য শুভকামনা থাকবে।’

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

গর্ডন গ্রিজিন বাংলাদেশ বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর