আবারও হকির নির্বাচন স্থগিত
৪ এপ্রিল ২০১৯ ১৪:০৯ | আপডেট: ৪ এপ্রিল ২০১৯ ১৮:৪৪
হকি পাড়ায় চলছিল নির্বাচনী হাওয়া। ছয় বছর পর নির্বাচন বলে কথা। তবে, অতীত বলে- সমঝোতায় পৌঁছায় হকির নির্বাচন। এবারও তেমন চেষ্টাই করা হয়েছে বিভিন্ন মহল থেকে। মন্ত্রী পর্যায়ের নেতারাও যেন সম্পৃক্ত হয়ে পড়েন নির্বাচনকে কেন্দ্র করে। তবে, সবশেষ খবর পাওয়া গেল-আবারও হকি ফেডারেশনের নির্বাচন স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
মূলত হকি ফেডারেশনের নির্বাচন স্থগিত করেছে আদালত। বাংলাদেশ হকি ফেডারেশনের ৮ এপ্রিল নির্ধারিত নির্বাচনটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় হাইকোর্ট ডিভিশন। প্রথম বিভাগ লিগের ক্লাব শিশু কিশোর সংঘের কাউন্সিলর তারেক আহমেদ আদেলের ভোটার হওয়ার বৈধতা নিয়ে আদালতে মামলা করেছিলেন একই সংগঠনের মোহাম্মদ সিকান্দার। তার প্রেক্ষিতে মহামান্য আদালত বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন স্থগতি করেছে।
পুরো ভোটার লিস্ট স্থগিত করেছেন আদালত। তারই প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের এক বিবৃতিতে জানানো হয়, শুনানীতে হাইকোর্ট ডিভিশন কর্তৃক বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০১৯ এর চূড়ান্ত ভোটার তালিকার ওপর স্থগিতাদেশ প্রদান করায় আগামী ৮ এপ্রিলের অনুষ্ঠিতব্য বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০১৯ এর সকল কার্যক্রম পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
সবশেষ ২০১৩ সালে নির্বাচন হয়েছিল হকিতে। তারপরে কেটে গেছে অনেক বছর। অনেক জল গড়িয়েছে নির্বাচন নিয়ে। অনেক বাক্য বিনিময় হয়েছে। নির্বাচন শুধু পিছিয়েই গেছে। নির্বাচনের আগে দুই পক্ষের দ্বন্দ্ব অন্তত সমঝোতার কথা বলেনি। সমঝোতার ঐতিহ্য ভেঙে এবার অনড় ছিল দুই পক্ষই। সেটা ভোটের লড়াইয়ে যেতে পারতো।
একটি পদ নিয়েই যেন সকল যুদ্ধ। হকির সাধারণ সম্পাদক পদ। এ পদে তিনজন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে। ২৮ পদের বিপরীতে সবমিলে ৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে।
মোহামেডানের কাউন্সিলর মমিনুল হক সাঈদ, ঊষা ক্রীড়া চক্রের আবদুর রশিদ শিকদার ও জাতীয় ক্রীড়া পরিষদের আবদুস সাদেক সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
আরও যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন:
সহ-সভাপতি: আবদুর রশিদ শিকদার, প্রতাপ শঙ্কর হাজরা, সৈয়দ মোস্তাক আলী মুকুল, সারওয়ার হোসেন, মাহমুদ রিবন, নুরে আলম খোকন, একেএম মমিনুল হক সাঈদ, সাজেদ এ এ আদেল, ড. মাহফুজুর রহমান, জাকি আহম্মেদ, মোস্তাবা জামান, মোহাম্মদ ইউসুফ আলী ও কামরুজ্জামান চৌধুরী।
সাধারণ সম্পাদক: একেএম মমিনুল হক সাঈদ, আবদুর রশিদ শিকদার ও আবদুস সাদেক।
যুগ্ম সম্পাদক: কামরুল ইসলাম কিসমত, বদরুল ইসলাম দিপু, মোসাম্মাৎ আনোয়ারা সরকার, মাহাবুল এহছান রানা ও মোহাম্মদ ইউসুফ।
কোষাধ্যক্ষ: কাজী মইনুজ্জামান পিলা ও হাজী মো. হুমায়ুন।
সদস্য: খাজা তাহের লতিফ মুন্না, বদরুল ইসলাম দিপু, হাজী মো. হুমায়ুন, সাফায়াত হোসেন, সারওয়ার হোসেন, মো. আসলাম, জামিল আবদুন নাসের, মোস্তাক হোসেন মোনা, কাজী শরীফ উদ্দিন আহমেদ, নুরুল ইসলাম ফারুকী, কামরুল ইসলাম কিসমত, রফিকুল ইসলাম কামাল, রেজাউল করিম রিপন, শহিদ উল্লাহ টিটু, রতন কুমার রায়, আনোয়ারা সরকার, মাহফুজুল আলম, মাহমুদ রিবন, হাজী এমএ সাত্তার, মো. হাবিবুর রহমান, মো. হোসেন মনির, মেহেদী হাসান, নুরে আলম খোকন, তারিকুজ্জামান, আনোয়ার হোসেন খান, রফিকুল ইসলাম, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, তৌফিকুর রহমান রতন, মাহবুব মোর্শেদ আলম, জাফরুল আহসান, মাহবুব হারুন, টুটুল কুমার নাগ, তারেক আহমেদ আদেল, হারুন-অর-রশিদ রিংকু, সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, জহিরুল ইসলাম মিতুল, জাহিদ হোসেন, হাজী এমএ সাত্তার, সৈয়দ মাহমুদুল হক, মাহবুব মোর্শেদ আহমেদ শামীম, মামুনুর রশিদ, মোহাম্মদ ফয়সাল আহসান উল্লাহ, মো. সাফিন ভুইয়া, মোহাম্মদ আলমগীর আলম ও মোহাম্মদ এহসান।
সারাবাংলা/জেএইচ/এমআরপি