ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে ফিরলো ম্যানচেস্টার সিটি
৪ এপ্রিল ২০১৯ ১০:১৪ | আপডেট: ৪ এপ্রিল ২০১৯ ১৩:৩০
ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় জয় পেয়েছে বড় তিন দল। কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে ইপিএলের শীর্ষে ফিরলো পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। এডেন হ্যাজার্ডের দারুণ পারফর্মেন্সে জয় পেয়েছে চেলসি। আর নতুন স্টেডিয়ামের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে টটেনহাম হটস্পার্স।
বুধবার ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে কার্ডিফ সিটিকে আতিথ্য দেয় সিটিজেনরা। ইনজুরির কারণে এ ম্যাচে দলের বাইরে ছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। আর চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ত সূচির কারণে বেঞ্চে রাখা হয় ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিংকে। নিয়মিত দুই ফরোয়ার্ডকে ছাড়া মাঠে নামলেও গোল পেতে বেগ পেতে হয়নি সিটিজেনদের। ম্যাচ শুরুর ৬ মিনিটেই বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় তারা। আর ৪৪ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল হেসুসের সহায়তায় সিটিজেনদের লিড দ্বিগুণ করেন জার্মান উইঙ্গার লেরয় সানে।
দ্বিতীয়ার্ধে গোলের চেষ্টা চালালেও সফল হয়নি কোন দলই। এ জয়ে ইপিএল শিরোপা জয়ের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল পেপ গার্দিওয়ালার শিষ্যরা। দ্বিতীয় স্থানে থাকা লিভাপুলের সাথে পয়েন্ট ব্যবধান মাত্র এক।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে মরিয়া চেলসি খেলতে নামে ব্রাইটনের বিপক্ষে। মাউরিজিও সারি শিষ্যরা তাই ম্যাচ জিততে মরিয়া শুরু থেকেই। প্রায় ৬৯ শতাংশ বল দখলে রেখে আক্রমণ করতে থাকে ব্লুজরা। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার অলিভার জিরুদের গোল ভাঙে ব্রাইটনের রক্ষণ দুর্গ। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় চেলসি। বিরতির পর আক্রমণে ধার বৃদ্ধি করে চেলসি। ৬০ মিনিটে এডেন হ্যাজার্ডের গোলে লিড দ্বিগুণ করে চেলসি। আর ৬৩ মিনিটে ব্রাইটনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন রুবেন লফটাস চেক। চেলসি মাঠ ছাড়ে ৩-০ গোলের জয় নিয়ে। ৩২ ম্যাচে ১৯ জয় নিয়ে লিগ টেবিলে সারি শিষ্যদের অবস্থান পাঁচে।
এদিকে, লন্ডনের আর এক ক্লাব টটেনহাম ঘরের মাঠে খেলে নিজেদের প্রথম ম্যাচ (নতুন স্টেডিয়াম, টটেনহাম হটস্পার্স স্টেডিয়াম)। ক্রিশ্চিয়ান এরিকসনের দারুণ পারফর্মেন্সে ২-০ গোলের জয় পায় স্পার্সরা। দক্ষিণ কোরিয়ান তারকা হিউ মিং সং বাকি গোলটি করেন। এ জয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে পচেত্তিনোর শিষ্যরা।
সারাবাংলা/এসএস
** দ্বিতীয় মেয়াদে প্রথম হোঁচট জিদানের রিয়ালের