দ্বিতীয় মেয়াদে প্রথম হোঁচট জিদানের রিয়ালের
৪ এপ্রিল ২০১৯ ০৯:৩১ | আপডেট: ৪ এপ্রিল ২০১৯ ১৩:২৫
বুধবার লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর কোচ জিনেদিন জিদানের এটি প্রথম হার। এ হারে লিগ লিডার বার্সার সাথে রিয়ালের পয়েন্ট ব্যবধান এখন ১৩।
ভ্যালেন্সিয়ার ঘরের মাঠ এস্তাদিও দে মেস্তেলায় রিয়ালকে আতিথ্য দেয় ভ্যালেন্সিয়া। এ ম্যাচে জাতীয় দল থেকে ফিরে মাঠে নামেন রিয়ালের সব তারকারা। কেইলর নাভাস, রাফায়েল ভারান, লুকা মদ্রিচ, টনি ক্রুস, ক্যাসেমিরো। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মার্কো এসেন্সিও আর লুকাস ভাস্কেজ।
ম্যাচ শুরুর আগে ভ্যালেন্সিয়ার থেকে যোজন যোজন এগিয়ে রিয়াল মাদ্রিদ। শেষ ৪ দেখায় কোন হার নেই লস ব্ল্যাংকোসদের। ম্যাচের শুরু থেকেই আধিপত্য রিয়ালের। ৬৮ শতাংশ বল দখলে রেখে সুযোগ তৈরী করলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি রিয়াল। উল্টো ৩৫ মিনিটে গঞ্চালো গুয়েডেসের গোলে ১-০ তে লিড নেয় ভ্যালেন্সিয়া।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও গোল যেন অমাবস্যার চাঁদ রিয়ালের জন্য। আক্রমণ ভাগের শক্তি বাড়াতে ৬৪ মিনিটে দুই ফুটবলার বদলি করেন জিজু। এসেন্সিওকে তুলে নিয়ে অভিজ্ঞ গ্যারেথ বেল আর টনি ক্রুসকে উঠিয়ে ইস্কো অ্যালারকনকে নামান। তবে প্রত্যাশা অনুযায়ী গোল করতে ব্যর্থ একে একে সবাই। একে একে গোল করতে ব্যর্থ করিম বেঞ্জেমা, গ্যারেথ বেল আর ইস্কো। তবে সুযোগ কাজে লাগাতে ভুল করেনি ভ্যালেন্সিয়া। ৮৩ মিনিটে ভ্যালেন্সিয়া সেন্টার ব্যাক ইজকুইয়েল গ্যারাই গোল করে লিড ২-০ করে।
অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বর্তমান ব্যালন ডি অর জয়ী মিডফিল্ডার লুকা মদ্রিচের পাস থেকে গোল করেন করিম বেঞ্জেমা। তবে এ গোল কেবল ভ্যালেন্সিয়ার জয়ের ব্যবধান কমায়।
লা লিগার ৩০ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে বার্সা। কাতালানদের সংগ্রহ ৭০ পয়েন্ট। দুইয়ে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬২ আর তিনে থাকা রিয়ালের পয়েন্ট ৫৭।
সারাবাংলা/এসএস
** নয় গোলের উৎসবে বায়ার্ন সেমিফাইনালে