Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসির সঙ্গে কাজ করবে ইন্টারপোল


৩ এপ্রিল ২০১৯ ১৭:০০

দুর্নীতি রোধে ইন্টারপোলের (দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন) সাথে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দুর্নীতির বিরুদ্ধে আরো কার্যকর ব্যবস্থা নিতে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল ফ্রান্সের লিঁওতে ইন্টারপোলের সদর দপ্তরে সংস্থাটির সাথে বৈঠক করেন।

ক্রিকেটে দুর্নীতি নিয়ে বরাবরই কঠোর অবস্থানে আইসিসি। ইন্টারপোলের হেডকোয়ার্টার পরিদর্শনে গিয়ে ক্রিকেট থেকে দুর্নীতি দূরীকরণে ইন্টারপোলের সাহায্য চেয়েছেন মার্শাল।

বিজ্ঞাপন

ইন্টারপোলের সাথে বৈঠকের পর মার্শাল জানালেন, ‘আইসিসি ও ইন্টারপোল দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে। এ বিষয়ে লিঁওতে ইন্টারপোলের সাথে আমাদের ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসির সাথে বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার দারুণ সম্পর্ক রয়েছে। তবে ইন্টারপোলের সঙ্গে যুক্ত থাকা মানে বিশ্বের ১৯৪টি দেশের উপর লক্ষ্য রাখতে পারা।’

দুপক্ষের মধ্যে আলোচনা নিয়ে মার্শাল আরও জানান, ‘আইসিসি এবং ইন্টারপোল এক সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছে। আমাদের লক্ষ্য খেলোয়াড়দের নৈতিক শিক্ষা দেয়া। দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতিবাজদের ছত্রভঙ্গ করা। যেখানেই আমরা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করব সেখানেই আমরা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেব। আমাদের সাম্প্রতিক অনুসন্ধান বলছে, বড় বড় অপরাধীরা ক্রিকেটে জড়িয়েছে। এক্ষেত্রে ইন্টারপোল আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হবে।’

ইন্টারপোলের ক্রিমিনাল নেটওয়ার্কস ইউনিটের সহকারী পরিচালক হোসে ডি গার্সিয়া জানান, ‘খেলাধুলা মানুষকে এক করে। কিন্তু অপরাধী চক্র সেটাকে পুঁজি করে অবৈধভাবে লাভবান হতে চাচ্ছে। আমাদের আলোচনা করার উদ্দেশ্য আইসিসির মতো সংস্থাকে সর্বোচ্চ সহযোগিতা করা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

** কাজ শুরু করলেন আইসিসির নতুন সিইও মানু সোহনি

আইসিসি ইন্টারপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর