Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে মেসি


৩ এপ্রিল ২০১৯ ১৩:৫৭

লা লিগার আগের ম্যাচে এস্পানিওলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে অনন্য এক মাইলফলকে নাম লেখান বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। সবশেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে আরও একটি গোল করেন তিনি। এস্পানিওলের বিপক্ষে মেসির দুর্দান্ত পারফর্মে বার্সা জিতেছিল ২-০ ব্যবধানে। পরের ম্যাচে কাতালানদের রুখে দিয়েছে ভিয়ারিয়াল। ৪-৪ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

ম্যাচের ১২তম মিনিটে ফিলিপ কুতিনহো, ১৬ মিনিটে ম্যালকম গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ২৩তম মিনিটে ভিয়ারিয়ালের স্যামুয়েল, ৫০ মিনিটে আকাম্বি, ৬২ মিনিটে ভিসেন্তে আর ৮০ মিনিটে কার্লোস বাক্কা গোল করলে স্বাগতিকরা ৪-২ স্কোর করে। ৮৬তম মিনিটে আলভারো গঞ্জালেস লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে ভিয়ারিয়াল ১০ জনের দলে পরিণত হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৯০তম মিনিটে মেসি আর ৯৩তম মিনিটে লুইস সুয়ারেজ গোল করলে স্কোর দাঁড়ায় ৪-৪। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

বিজ্ঞাপন

এ মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে বার্সা। আর্জেন্টাইন ফুটবলের জাদুকর মেসিও শীর্ষে। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। ইউরোপিয়ান গোল্ডেন বুটের পুরস্কার জেতার লড়াইয়ে সবার উপরেই আছে মেসির নাম।

ইউরোপের শীর্ষ লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মেসি। ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন পিএসজির তরুণ তারকা কাইলিয়ান এমবাপে। চলতি মৌসুমে মেসির গোল ৩২টি, এমবাপের গোল ২৭টি। মেসির পয়েন্ট ৬৪ আর এমবাপের ৫৪ (গোল প্রতি ২ পয়েন্ট)।

এই তালিকায় তিনে আছেন ২১ গোল করে ৪২ পয়েন্ট পাওয়া সাম্পোদোরিয়ার ফ্যাবিও কোয়াগলিয়ারেলা। এসি মিলানের পিয়েতাক ২০ গোল করে অর্জন করেছেন ৪০ পয়েন্ট। পাঁচে থাকা আর্জেন্টিনার ম্যানচেস্টার সিটির তারকা সার্জিও আগুয়েরো ১৯ গোল করে সংগ্রহ করেছেন ৩৮ পয়েন্ট। ১৯ গোলে ৩৮ পয়েন্ট পেয়েছেন আটলান্টার দুভান জাপাতা, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানোডফস্কি আর জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো। ১৯ গোলে ৩৮ পয়েন্ট আছে বার্সার উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের। ১৮ গোল করে ৩৬ পয়েন্ট অর্জন করা পেপে আছেন দশ নম্বরে।

বিজ্ঞাপন

লা লিগায় এখন পর্যন্ত ৩২টি গোল করেছেন মেসি। এছাড়াও সর্বোচ্চ ১২টি অ্যাসিস্টও তার দখলে। এর আগে স্প্যানিশ লিগের সর্বোচ্চ জয়ের রেকর্ডে নাম লিখিয়েছেন মেসি। শুধু তাই নয়, বার্সার জার্সিতে সাবেক কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তাকে টপকে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও নিজের নামে করে নিয়েছেন মেসি। আরও আছে, মেসি লা লিগার আট মৌসুমে ৩০ বা তার বেশি গোল করার রেকর্ড গড়েছেন। আর টানা দশ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৪০ বা তার বেশি গোল করার রেকর্ডও গড়েছেন মেসি।

আগের ম্যাচে জয়ের দিক দিয়ে স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে। পোর্তোতে খেলা স্প্যানিশ গোলরক্ষক ক্যাসিয়াস রিয়াল মাদ্রিদের জার্সিতে জিতেছেন ৩৩৪ ম্যাচ। বার্সার জার্সিতে মেসিও জিতেছেন ৩৩৪ ম্যাচ। আর একটি জয় পেলেই রেকর্ডটি শুধুই নিজের নামে করে নেবেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী মেসি।

এদিকে, বার্সার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে দুইয়ে ঢুকেছেন মেসি। ২০০৪ সালে কাতালানদের মূল দলে অভিষেক হওয়ার পর থেকেই নিয়মিত খেলছেন তিনি। বার্সার সর্বকালের সেরা এই ফুটবলার খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৭৬ ম্যাচ। সর্বোচ্চ ম্যাচ খেলেছেন জাভি (৭৬৭)। ইনিয়েস্তা খেলেছেন তৃতীয় সর্বোচ্চ ৬৭৪ ম্যাচ। এই তালিকায় চারে বার্সার আরেক সাবেক কিংবদন্তি কার্লোস পুয়োল (৫৯৩)।

এদিকে, প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় আট মৌসুমে ৩০ বা তার অধিক গোল করেছেন। এছাড়া, টানা দশ মৌসুম ৪০ এর বেশি গোল করার রেকর্ডও হয়ে গেছে তার। চলতি মৌসুমে লা লিগায় ২৮ ম্যাচে মেসির গোল ৩২টি। আর সবরকম প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে মেসির গোলসংখ্যা ৪২টি।

সারাবাংলা/এমআরপি

বার্সা মেসি লা লিগা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর