কোচ জেমিকে নিয়ে কি পরিকল্পনা বাংলাদেশের?
২ এপ্রিল ২০১৯ ২১:৫০ | আপডেট: ২ এপ্রিল ২০১৯ ২১:৫১
ঢাকা: এশিয়ান গেমসে প্রথমবারের মতো বাংলাদেশকে নক আউট পর্বে তুলেছেন। এরপর কম্বোডিয়ার মাঠে জাতীয় দলকে জয় উপহার দিয়ে এএফসি চ্যাম্পিয়নশিপেও প্রথম জয় উপহার দিয়েছেন প্রধান কোচ জেমি ডে। এর মাঝে বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ বিশ্বকাপ প্রাক বাছাইপর্বও দরজায় কড়া নাড়ছে। এদিকে চুক্তির মেয়াদও শেষ পর্যায়ে।
কোচ যাওয়ার আসার সংস্কৃতির কারণেই কথা উঠছে ফুটবল পাড়ায়- জেমি ডে’র চুক্তি কি নবায়ন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন?
দু’দিন আগে ছুটিতে যাওয়ার আগে লাল-সবুজের হয়ে কাজ করতে আগ্রহের কথা জানিয়ে গেছেন এই ইংলিশ কোচ। দুই সপ্তাহের ছুটি কাটিয়ে ১৭ এপ্রিল ঢাকায় ফিরবেন জেমি।
বাফুফেসূত্রে জানা যায়- জেমি ডে’কে নিয়ে ইতিবাচক ফুটবল ফেডারেশন। তার কোচিংয়ে দেশের ফুটবলের সাফল্যের উপর সন্তুষ্ট বাফুফে। তাই কোচের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে ইতিবাচক দেশের ফুটবলের সর্বোচ্চ অভিভাবক। এ নিয়ে জেমি ছুটিতে যাওয়ার আগের দিন কোচ-সহকারি কোচকে সঙ্গে রেখেই বৈঠক করেছে বাংলাদেশ ন্যাশনাল টিমস কমিটি। সেখানেও চুক্তি নবায়নের বিষয়টি প্রাধান্য পেয়েছে।
তবে, এখনই এ বিষয়ে চূড়ান্ত কিছু জানাতে চায় না ফেডারেশন। জেমি ডে ফিরলেই আবারও আলোচনায় বসে চূড়ান্ত করা হবে চুক্তির বিষয়টি। চুক্তির বিষয়ে ইতিবাচক বাফুফে এমনটাই ইঙ্গিত দিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সারাবাংলাকে তিনি বলেন, ‘আমরা ইতিবাচক তার ব্যাপারে। তার চুক্তিটি শেষ হবে মে’র প্রথম সপ্তাহে। ফিরলেই আবার বসবো তার সঙ্গে। এরপর চূড়ান্ত হবে সবকিছুই।’
জেমির হাত ধরেই দেশের জাতীয় ফুটবল দলের রুগ্ন চেহারায় হাসি ফিরেছে খানিক। অ্যান্ড্রু ওর্ড থাইল্যান্ডে পারি দেয়ার পর বাংলাদেশ দলে যুক্ত হোন জেমি ডে। এই ইংলিশ কোচের নেতৃত্বে লাল-সবুজ জাতীয় দল খেলেছে ৮টি ম্যাচ। চারটি জয় আর চারটিতে হার। অনূর্ধ্ব-২৩ দল নিয়ে সাতটি ম্যাচে দুটি জয় একটি ড্র ও চারটি হার। সবমিলে অফিসিয়াল ১৫ ম্যাচে জয়ের হার ৩৯ শতাংশ। প্রস্তুতি ম্যাচ হিসেব করলে ৮টি জয় ও হার এবং দুটি ড্র।
এখন জেমি ডে’র আসার অপেক্ষা ফেডারেশন। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। সেই অপেক্ষা ফুটবল সমর্থকরাও।
সারাবাংলা/জেএইচ