Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকইনফোয় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড


২ এপ্রিল ২০১৯ ২০:৩৪ | আপডেট: ১২ মে ২০১৯ ১৪:৩৩

আর কদিন পরেই শুরু হচ্ছে আইসিসির মেগা টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৩০ মে ইংল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে এই ক্রিকেটযজ্ঞ। তার আগে সবার জল্পনা-কল্পনায় কেমন হবে নিজের প্রিয় দলের স্কোয়াড। বসে নেই ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো। সম্প্রতি বাংলাদেশসহ বিশ্বকাপে খেলা অন্যান্য দলগুলোর সম্ভাব্য স্কোয়াড প্রকাশ করেছে ক্রিকইনফো।

পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ। তার মানে ইংল্যান্ডে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে সব দলগুলোই এখন ব্যস্ত নিজেদের স্কোয়াড গুছিয়ে নিতে। আগামী ২৩ এপ্রিলের মধ্যে আইসিসির কাছে নিজেদের দল জমা দেবে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

ক্রিকইনফোর প্রকাশিত সম্ভাব্য স্কোয়াডে বাংলাদেশের দল নিয়েও আলোচনা করা হয়েছে। যেখানে বলা হয়, ইংল্যান্ডে এবার বাংলাদেশ যাবে বড় আশা নিয়ে। বলা হয়েছে ২০১৫ বিশ্বকাপে টাইগারদের দুর্দান্ত পারফর্মের কথা। দলপতি মাশরাফির নেতৃত্বে নিজেদের দিনে যে কোনো দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ-সেটিও মনে করিয়ে দেওয়া হয়েছে।

সাকিব, মাশরাফি, তামিম, মুশফিক আর মাহমুদউল্লাহ রিয়াদের কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে। বাংলাদেশের এই পঞ্চপাণ্ডব ভিন্ন ভিন্ন জায়গায় দলকে টেনে তুলতে সক্ষম। মুশফিক, তামিম আর সাকিবের সাম্প্রতিক ইনজুরি বাংলাদেশকে অনেক ভুগিয়েছে এমনটা বলে ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেগা এই টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটারদের আরও সতর্কভাবে প্রস্তুত করছে।

প্রতিবেদনে বলা হয়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে কিছুটা আগ বাড়িয়ে বাংলাদেশের ১৫ জনের স্কোয়াডে কে কে থাকতে পারেন সেটি বলেছেন। তবে, দলের নির্বাচকের ভূমিকায় থাকা মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের তৈরি স্কোয়াড পেলেই সবুজ সংকেত জানাতে পারবেন বিসিবি সভাপতি।

বিজ্ঞাপন

কিছু সময় জাতীয় দলের বাইরে থাকা ইমরুল কায়েসকে নিয়েও আলাদা করে প্রতিবেদনে লেখা হয়েছে। যেখানে বলা হয়, বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ৩৪৯ রান করেছেন। যদিও সবশেষ সিরিজে নিউজিল্যান্ডে তাকে নেওয়া হয়নি, তারপরও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেতে পারেন ইমরুল।

ক্রিকইনফোর প্রতিবেদনে বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ এবং ইমরুল কায়েস।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর