Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদমান-তৌহিদের ব্যাটে জিতলো শাইনপুকুর


২ এপ্রিল ২০১৯ ১৮:৩৩

প্রাইম ব্যাংকের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে তৌহিদ হৃদয় করলেন ৮৩ রান। সাদমান ইসলামের ব্যাট থেকে এলো ৭৮ রান। দুজনের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৫ রানের সংগ্রহ পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সেটা হয়তো টপকে যেতে পারতো ঢাকা প্রিমিয়ার লিগে এবারের অদম্য প্রাইম ব্যাংক। কিন্তু সেখানে বাধ সাধলো বৃষ্টি।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ইনিংস শেষে বৃষ্টি হানা দিলে ম্যাচ কমিয়ে আনা হয় ২০ ওভারে। আর প্রাইম ব্যাংককে দেয়া হয় ১৪৯ রানের লক্ষ্য। ভেজা আউটফিল্ডে যা ছুঁতে নেমে ৯ উইকেটে সাকুল্যে ১০০ রান সংগ্রহে সক্ষম হয় এনামুল হক বিজয় ও তার দল। ফলে ডিএল মেথডে ৪৮ রানের জয় পায় শাইনপুকুর।

বিজ্ঞাপন

তৌহিদ হৃদয় ও সাদমান ছাড়াও শাইনপুকুরের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শুভাগত হোম। ২৮ বলে করেছেন ৪৪ রান।

প্রাইম ব্যাংকের হয়ে বল হাতে আরিফুল হক ৩টি, আল—আমিন হোসেন, মনির হোসেন ২টি করে ও নাইম হাসান নিয়েছেন ১টি উইকেট।

১৪৯ রানের লক্ষ্য তাড়ায় প্রাইম ব্যাংকের ব্যাটিং ছিল নিদারুণ হতাশার। একমাত্র অভিমান্যু ইশ্বরণ ছাড়া আর কেউই ব্যক্তিগত ২০ রানের কোটাও স্পর্শ করতে পারেননি। ইশ্বরণ করেছেন ৩৫ বলে ৩৯ রান। তাতে ২০ ওভারে মাত্র ১০০ রানের সংগ্রহ স্কোর কার্ডে যোগ হয়।

শাইনপুকুরের হয়ে বল হাতে দোলোয়ার হোসেন ৩টি, সাব্বির হোসেন ২টি, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও সোহরাওয়ার্দী শুভ ১টি করে উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

ডিপিএল ২০১৯ শাইনপুকুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর