Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিচের কাভার ফুটো! এক ইনিংস খেলেই জিতে গেল মোহামেডান


২ এপ্রিল ২০১৯ ১৮:০৬

ফাইল ফটো

এক ইনিংস খেলেই জিতে গেল মোহামেডান! অবাস্তব নয়, একেবারে সত্যি। আর অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটে গেছে বিকেএসপিতে। যার মূলে ছিল পিচের কাভারের অব্যবস্থাপনা। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচের প্রথম ইনিংস শেষে লাঞ্চ বিরতিতে শুরু হয় ঝুম বৃষ্টি। গ্রাউন্ডসকর্মীরা তাৎক্ষণিক কাভার দিয়ে পিচ ঢেকে দিলেও শেষ রক্ষা হয়নি। ত্রিপল ফুটো হওয়ায় সেই ফুটো দিয়ে পানি ঢুকে উইকেট ভিজে যায়।

বিজ্ঞাপন

স্যাঁত স্যাঁতে পিচে ব্যাটিংয়ে অস্বীকৃতি জানায় ব্রাদার্স ইউনিয়ন। ফলে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩১৬ রান করা মোহামেডানকে বিজয়ী বলে ঘোষণা করেন ম্যাচ রেফারি।

উদ্ভুত পরিস্থিতিতে ব্রাদার্স ম্যানেজার আমিন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,‘আমরা পিচে গিয়ে দেখি সেখানে খেলা সম্ভব না। পিচ ভেজা।’

আমিন খানের অভিযোগের সূত্র ধরে বিকেএসপির কিউরেটর নুরুজ্জামান নয়নের সঙ্গে কথা বলা হলো। তিনি জানালেন, ‘হয়তো ত্রিপল ফুটো ছিল। সেই ফুটো দিয়ে পানি পড়ে পিচ ভিজে গেছে।’

ত্রিপল ফুটো হলো কী করে? সারাবাংলার করা এমন প্রশ্নে নয়নের উত্তর হলো, ‘বিকেএসপিতে আজ প্রচন্ড শিলা বৃষ্টি হয়েছে। হয়তো শিলার আঘাতেই ফুটো হয়ে গেছে। অথবা প্লেয়ারদের স্পাইকের আঘাতে হয়েছে। প্লেয়াররা ফিল্ডিংয়ের সময় কখনো কখনো ত্রিপল পাড়িয়ে থাকে। সে কারণেও ত্রিপল ফুটো হতে পারে।’

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

ডিপিএল ২০১৯ মোহামেডান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর