Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই সপ্তাহ বিশ্রামে মাহমুদউল্লাহ


২ এপ্রিল ২০১৯ ১৫:১৫

তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কী না কিংবা লম্বা সময় মাঠের বাইরে থাকবেন কী না সেটা অনেক পরের কথা। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ডাইভ দিতে গিয়ে কাঁধে চোট পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে আপাতত দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের মেডিকেল বিভাগ।

এই সময়ের মধ্যে একটি মেডিকেল টিম গঠন করে তার সার্বিক অবস্থা পর্ববেক্ষণ করা হবে। সেই পর্যবেক্ষণ বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজন্টে ও নির্বাচকমন্ডলীর কাছে জমা দেবে বিসিবি মেডিকেল বিভাগ। এরপর সিদ্ধান্ত নেবেন নির্বাচকেরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ এপ্রিল) সংবাদ মাধ্যমকে এতথ্য দিলেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ বিশ্বকাপ খেলতে পারবে কী না এটা অনেক পরের কথা। কেননা বিশ্বকাপ শুরু হতে এখনো অনেক দিন বাকি। আমাদের আগে ভাবা উচিত সে আয়ারল্যান্ড সিরিজটি খেলতে পারবে কী না। তবে সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা তাকে দুই সপ্তাহের পূর্ণ বিশ্রাম দিয়েছি। এর মধ্যে সে ব্যাটিংও করতে পারবে না।’

তিনি আরও জানান, ‘ওর রিপোর্ট আমরা গতকালই হাতে পেয়েছি। কিন্তু এখনো সেটা নিয়ে বসতে পারিনি। খুব শিগগিরই বসবো। ওর বিশ্রাম শেষে আমরা সার্বিক অবস্থা দেখবো। তারপর টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে আমাদের মিটিং হবে। এরপর সিদ্ধান্ত যা দেয়ার নির্বাচকরাই দেবে।’

এখানেই শেষ নয়। মাহমুদউল্লাহর চোট নিয়ে দেবাশীষ আরো যা বললেন তাতে একটি বিষয় স্পষ্ট যে তার ইনজুরি এতটা গুরুতর যে বিশ্বকাপে খেলতে পারবেন না, ‘এরকম ইনজুরি নিয়ে অনেকেই ক্রিকেট খেলছে। দেখা যাক কী হয়।’

তামিম ও মুশফিক ছাড়া নিউজিল্যান্ড সফর শেষে জাতীয় দলের অনেকেই ইতোমধ্যেই ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের চলতি মৌসুমের খেলা শুরু করে দিয়েছেন। শেখ জামালের জার্সি গায়ে সুপার লিগ থেকে মাহমুদউল্লাহরও খেলার কথা ছিল। কিন্তু ইনজুরি বাগড়ায় তা আর হলো না।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

ইনজুরি বিশ্বকাপ মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর