Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ে শীর্ষে মেসি, সিমিওনে


২ এপ্রিল ২০১৯ ১৩:২৪

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ফুটবলার ও কোচদের আয়ের তালিকা প্রকাশ করেছে। যেখানে আয়ে শীর্ষে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আয়ে মেসির পেছনেই রয়েছেন গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর কোচদের মধ্যে আয়ে শীর্ষে অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে।

বেতন-বোনাস এবং অন্যান্য আয়ের উৎস মিলিয়ে চলতি মৌসুমের হিসেবটি করেছে ফ্রান্স ফুটবল।

বিজ্ঞাপন

আয়ে শীর্ষ পাঁচ ফুটবলার:
১। লিওনেল মেসি-বার্সেলোনা-১৩০ মিলিয়ন ইউরো
প্রায় ১২২৯ কোটি ৯৯ লাখ ৮৩ হাজার টাকা
২। ক্রিস্টিয়ানো রোনালদো-জুভেন্টাস-১১৩ মিলিয়ন ইউরো
প্রায় ১০৬৯ কোটি ১৫ লাখ ২৩ হাজার টাকা
৩। নেইমার-পিএসজি-৯১.৫ মিলিয়ন ইউরো
প্রায় ৮৬৫ কোটি ৭২ লাখ ৯৫ হাজার টাকা
৪। অ্যান্তোনিও গ্রিজমান-অ্যাতলেতিকো মাদ্রিদ-৪৪.৫ মিলিয়ন ইউরো
প্রায় ৪২১ কোটি ৩ লাখ ৭৮ হাজার টাকা
৫। গ্যারেথ বেল-রিয়াল মাদ্রিদ-৪০.২ মিলিয়ন ইউরো
প্রায় ৩৮০ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার টাকা

আয়ে শীর্ষ পাঁচ কোচ:
১। দিয়েগো সিমিওনে-অ্যাতলেতিকো মাদ্রিদ-৪১.২ মিলিয়ন ইউরো
প্রায় ৩৮৯ কোটি ৮১ লাখ ৪৮ হাজার টাকা
২। হোসে মরিনহো-ম্যানচেস্টার ইউনাইটেড (সাবেক কোচ)-৩১ মিলিয়ন ইউরো
প্রায় ২৯৩ কোটি ৩০ লাখ ৭২ হাজার টাকা
৩। থিয়েরি অঁরি-মোনাকো (সাবেক কোচ)-২৫.৫ মিলিয়ন ইউরো
প্রায় ২৪১ কোটি ২৬ লাখ ৮৯ হাজার টাকা
৪। পেপ গার্দিওলা-ম্যানচেস্টার সিটি-২৪.১ মিলিয়ন ইউরো
প্রায় ২২৮ কোটি ২ লাখ ২৭ হাজার টাকা
৫। আরনেস্টো ভালভারদে-বার্সেলোনা-২৩ মিলিয়ন ইউরো
প্রায় ২১৭ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা

আয়ে শীর্ষ পাঁচ ফুটবলার (নারী):
১। আডা হারবারবুরগ-লিঁও-৪ লাখ ইউরো
২। আমানদিনে অঁরি-লিঁও-৩ লাখ ৬০ হাজার ইউরো
৩। ওয়েনদি রেনার্ড-লিঁও-৩ লাখ ৪৮ হাজার ইউরো
৪। কার্লি লয়েড-স্কাই ব্লু-৩ লাখ ৪৫ হাজার ইউরো
৫। মারতা-ওরলান্ডো প্রাইড-৩ লাখ ৪০ হাজার ইউরো

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

গ্রিজম্যান নেইমার বেল মেসি রোনালদো

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর