২২ দেশের গলফার নিয়ে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯’
১ এপ্রিল ২০১৯ ১৩:৪৫ | আপডেট: ১ এপ্রিল ২০১৯ ১৩:৪৬
এশিয়ান ট্যুর প্রফেশনাল গলফ টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯’ এর ট্রফি উন্মোচন হয়েছে। কুর্মিটোলা গলফ ক্লাবে ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ জেনারেল মো. শামসুল হক, ওএসপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন করেন।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ, ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের পরিচালক রিক হক শিকদার ও রণ হক শিকদার, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ, জনাব ফরিদুদ্দিন খান রুমী, এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট পরিচালক মি. চকচাই বুনপ্রাসার্ট (Chokchai Boonprasert) এবং বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ এর বিভিন্ন কমিটির চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় এবং এশিয়ান ট্যুর এর সহযোগিতায় আগামী ০৩ থেকে ০৬ এপ্রিল পর্যন্ত কুর্মিটোলা গলফ ক্লাবে আন্তর্জাতিক পেশাদার গলফ টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯’ অনুষ্ঠিত হবে। কুর্মিটোলা গলফ ক্লাবে ৬ এপ্রিল বিকেল ৩ টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
২২ দেশের সেরা গলফাররা বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯ এ অংশ নিচ্ছেন। ঢাকা সেনানিবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এটিই প্রথম আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট। বাংলাদেশ গলফ ফেডারেশনের একজন কর্মকর্তা জানান, ওয়েস্ট ইন্ডিসের সর্বকালের সেরা ক্রিকেটার গর্ডন গ্রিনিজ এই টুর্নামেন্টে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টুর্নামেন্টের নামের অনুমোদন দিয়েছেন।
এ বছর টুর্নামেন্ট বিজয়ীকে পুরস্কার হিসেবে ৩ লাখ ৫০ হাজার ডলার দেওয়া হবে।
এর আগে বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল আজিজ আহমেদ। গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৪টায় কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের খ্যাতিমান অভিনেতা সঞ্জয় দত্ত।
বাংলাদেশ গলফ ফেডারেশনের কো-অর্ডিনেটর এবং কুর্মিটোলা গলফ ক্লাবের জেনারেল ম্যানেজার লে. কর্নেল মোহাম্মদ আব্দুল বারি সাংবাদিকদের জানান, টুর্নামেন্টের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবারের টুর্নামেন্ট অনেক উত্তেজনাপূর্ণ, বর্নাঢ্য হবে। এইবারই প্রথমবারের মতো এশিয়ান ট্যুর গলফ টুর্নামেন্টটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হতে যাচ্ছে।
সারাবাংলা/এমআরপি
** শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন’
** বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের লোগো উন্মোচন করলেন সেনাপ্রধান