Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি-রোনালদো যা পারেনি, তাই করলেন বেনজেমা


১ এপ্রিল ২০১৯ ১৩:১৩

লা লিগার নবাগত দল হুয়েস্কার বিপক্ষে ৩-২ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। শুরুতেই গোল হজমের পর ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে এগিয়ে গেলেও আবারো গোল করে হুয়েস্কা। তাতে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল জিনেদিন জিদানের শিষ্যরা। তবে শেষ দিকে করিম বেনজেমার দারুণ এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। আর এই গোলের মধ্যদিয়ে ফরাসি তারকা বেনজেমা অনন্য এক রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন।

যেটি বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি আর রিয়ালের সাবেক সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো করে দেখাতে পারেননি, সেটাই করেছেন বেনজেমা। পাঁচবার করে মোট দশবার ব্যালন ডি অর জেতা মেসি-রোনালদো স্প্যানিশ লিগে যতগুলো দলের বিপক্ষে খেলেছেন, সব দলের বিপক্ষে গোল আদায় করে নিতে পারেননি। কিন্তু, বেনজেমা সেটিই করে নিজের নাম লিখিয়েছেন অনন্য এক রেকর্ডে।

বিজ্ঞাপন

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ গোলে জিতেছে মাদ্রিদের ক্লাবটি। প্রথমবারের মতো লা লিগায় উঠে আসা দলটির মাঠে গত ডিসেম্বরে গ্যারেথ বেলের একমাত্র গোলে জিতেছিল রিয়াল।

ম্যাচের তৃতীয় মিনিটে আতিথ্য নেওয়া হুয়েস্কাকে এগিয়ে নেন কলম্বিয়ার ফরোয়ার্ড হুয়ান কামিলা হার্নান্দেজ। ২৫তম মিনিটে ইসকোর গোলে সমতায় ফেরে রিয়াল। ৬২তম মিনিটে দলকে এগিয়ে নিতে গোল করেন রিয়ালের দানি সেবাইয়োস। ৭৪তম মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার হাভিয়ের গোল করলে ম্যাচের ফল দাঁড়ায় ২-২। তাতে ঘরের মাঠে আবারও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় রিয়াল। তবে ৮৯তম মিনিটে রিয়ালের জয়সূচক গোলটি করেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা (৩-২)।

২৯ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মেসির বার্সা। অ্যান্তোনিও গ্রিজম্যানের অ্যাতলেতিকো মাদ্রিদ ৫৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

বিজ্ঞাপন

রিয়ালে ক্যারিয়ার শুরুর পর বেনজেমা খেলেছেন ৩৪ ক্লাবের বিপক্ষে। প্রতিটি দলের বিপক্ষেই গোলের রেকর্ড গড়লেন তিনি। মেসি লা লিগায় ক্যারিয়ার শুরুর পর খেলেছেন ৪০টি ক্লাবের বিপক্ষে। তাতে আর্জেন্টিনার জাদুকর গোল করেছেন ৩৭ ক্লাবের বিপক্ষে। কাদিজ, মুরসিয়া আর হুয়েস্কার বিপক্ষে গোল পাননি মেসি। রোনালদো ৩৩ ক্লাবের মুখোমুখি হয়ে গোল পেয়েছেন ৩২ ক্লাবের বিপক্ষে। একমাত্র লেগানেসের বিপক্ষে গোল পাওয়া হয়নি জুভেন্টাসের বর্তমান তারকার।

লা লিগায় হুগো সানচেজ খেলেছেন ৩৩ ক্লাবের বিপক্ষে। সাবেক এই কিংবদন্তি সব ক্লাবের বিপক্ষে গোল করেছিলেন। বেনজেমা তাকেও টপকে গোল করেছেন ৩৪ ক্লাবের বিপক্ষে। লা লিগার ৩৫ ক্লাবের বিপক্ষে গোল পেয়েছিলেন আরেক কিংবদন্তি রাউল গঞ্জালেস। তবে, সাবেক এই তারকা চারটি ক্লাবের বিপক্ষে কোনো স্কোর করতে পারেননি।

সারাবাংলা/এমআরপি

বেনজেমা মেসি-রোনালদো রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর