Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেইলের যে রেকর্ডের আশপাশে নেই কেউ


৩১ মার্চ ২০১৯ ১৩:০৬

টি-টোয়েন্টিতে গেইলের রাজত্ব নিয়ে হয়তো কোনো প্রশ্ন করতে চাইবে না কেউই। বয়স বাড়তে থাকলেও নিজের জায়গায় যে তিনি একইরকম আছেন, সেটাই বারবার প্রমাণ করে চলেছেন। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরেকটি রেকর্ড গড়লেন উইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল। যে রেকর্ডের আশপাশে কেউই নেই।

শনিবার (৩০ মার্চ) মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মুখোমুখি হয় কিংস ইলেভেন পাঞ্জাব। এই ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ২৪ বলে ঝড়ো ব্যাটিংয়ে ৪০ রানের ইনিংস খেলেন গেইল। যেখানে ছক্কা হাঁকান চারটি। তাতেই গেইলের ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৩০২টি। অর্থাৎ আইপিএলে ৩০০ ছক্কার মাইলফলক পার করেছেন উইন্ডিজ এই ব্যাটিং দানব। এজন্য তাকে খেলতে হয়েছে মোট ১১৪টি ইনিংস।

বিজ্ঞাপন

মজার বিষয় হচ্ছে, আইপিএলে এখন পর্যন্ত কোনো ব্যাটসম্যান ২০০ ছক্কা হাঁকাতে পারেননি এখনো। তাতে বুঝাই যাচ্ছে ঠিক কতোটা এগিয়ে আছেন গেইল। চলতি আসরে এ নিয়ে ৩ ম্যাচে ১০টি ছক্কার মার আছে তার।

আইপিএলের আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মোট চার ম্যাচে মাঠে নেমে ৩৯টি ছক্কা হাঁকিয়েছেন গেইল।

আইপিএলে গেইলের পরে ছক্কা হাঁকানোর দিক থেকে দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তার ছক্কা আছে ১৯২টি। প্রোটিয়া এই ব্যাটসম্যান খেলেছেন ১৩১টি ইনিংস। ছক্কা হাঁকানোর দিক থেকে সেরা পাঁচের বাকি তিনজনই ভারতের।

দেখে নিন আইপিএলে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকা:

১. ক্রিস গেইল- ৩০২টি ছয় (১১৪ ইনিংস)

২. এবি ডি ভিলিয়ার্স – ১৯২টি ছয় (১৩১ ইনিংস)

৩. মহেন্দ্র সিং ধোনি – ১৮৭টি ছয় (১৫৯ ইনিংস)

৪. সুরেশ রায়না – ১৮৬টি ছয় (১৭৪ ইনিংস)

বিজ্ঞাপন

৫. রোহিত শর্মা – ১৮৫টি ছয় (১৭১ ইনিংস)

৬. বিরাট কোহলি – ১৭৮টি ছয় (১৫৭ ইনিংস)

৭. ডেভিড ওয়ার্নার- ১৬৫টি ছয় (১১৬ ইনিংস)

৮. শেন ওয়াটসন- ১৬০টি ছয় (১১৫ ইনিংস)

৯. ইউসুফ পাঠান- ১৫৮টি ছয় (১৪৮ ইনিংস)

১০. কিয়েরন পোলার্ড- ১৫৫টি ছয় (১২৪ ইনিংস)

সারাবাংলা/এসএন

আইপিএল ক্রিস গেইল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর