পুঁচকে উত্তরা হারিয়ে দিল মোহামেডানকে
৩০ মার্চ ২০১৯ ১৬:৫৮ | আপডেট: ৩০ মার্চ ২০১৯ ১৬:৫৯
উত্তরা স্পোর্টিং ক্লাব ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের মুখ দেখেছে এবারই প্রথম। শক্তি কিংবা অভিজ্ঞতা সবকিছুতেই মোহামেডানের চেয়ে যোজন যোজন পিছিয়ে দলটি। কিন্তু কী আশ্চর্য্য, সেই দলটির সঙ্গেও কী না পেরে উঠলো না দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি! হেরে গেল ৭ উইকেটের বড় ব্যবধানে।
মোহামেডানের দেয়া ১৯৪ রানের লক্ষ্য উত্তরা ছুঁয়ে ফেলেছে মাত্র ৩ উইকেটের খরচায়। ওভার বাকি ছিল আরো ১০টি।
শনিবার (৩০ মার্চ) বিকেএসপিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে উত্তরার আক্রমণাত্মক বোলিংয়ের থরহরিকম্প ছিল মোহামেডানের ইনফর্মড ব্যাটসম্যানরা। ওপেনার অভিষেক মিত্র ২১, আব্দুল মজিদ ১৭, টপঅর্ডারের ইরফান শুক্কুর ১৬, রকিবুল হাসান ৮ এবং মিডল অর্ডারের মোহাম্মদ আশরাফুল মাত্র ২৮ রানে বিদায় নিয়েছেন।
দলের হয়ে কিছুটা লড়াই করেছেন নাদিফ চৌধুরী ও টেলএন্ডার শফিউল ইসলাম। নাদিফের ৩৯ ও শফিউলের ২৯ রানে ৪৫.১ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় মোহামেডান।
উত্তরার হয়ে বল হাতে আব্দুর রশিদ, আসাদুজ্জামান পায়েল ৩টি করে, সাজ্জাদ হোসেন ২টি ও আনিসুজ্জামান ইমন ১টি উইকেট নিয়েছেন।
জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসানের অপরাজিত ১০১, আনিসুল ইসলাম ইমনের ৩৭ ও মোহাইমিনুল খানের ২২ রানে, ৩ উইকেট হারিয়ে, ৬০ বল বাকি থাকতেই ১৯৪ রান তুলে নেয় উত্তরা স্পোর্টিং ক্লাব।
মোহামেডানের হয়ে কাজী অনিক ২টি ও সোহাগ গাজী ১টি উইকেট শিকার করেছেন। ম্যাচ সেরা হয়েছেন সেঞ্চুরিয়ান তানজিদ হাসান।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি