Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে স্ট্যামফোর্ড ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি


৩০ মার্চ ২০১৯ ১৬:৪৭ | আপডেট: ৩০ মার্চ ২০১৯ ১৬:৫৮

১২তম ইউল্যাব ফেয়ার প্লে কাপে (ইন্টার প্রাইভেট ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট) প্রথম সেমিফাইনাল ম্যাচে (শুক্রবার, ২৯ মার্চ) জয় পেয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে (শনিবার, ৩০ মার্চ) জয় পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ। আগামী ১ এপ্রিল ফাইনালে মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ড মুখোমুখি হবে দল দুটি।

বিজ্ঞাপন

প্রথম সেমিফাইনাল ম্যাচে টসে জিতে প্রাইম ইউনিভার্সিটি বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে। প্রাইম ইউনিভার্সিটি নির্ধারিত ওভারে সব উইকেট হারিয়ে ১৭৭ রান করে। ফলে ৪২ রানের জয় পায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মাহমুদুল হাসান ৪৫ বলে ৭৭ রান করে ম্যাচ সেরা হন।

বিজ্ঞাপন

দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি মুখোমুখি হয় স্বাগতিক ইউল্যাবের। টসে জিতে ইউল্যাব ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। জবাবে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ২.১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌছে (২৫১/৩)। ফলে ৭ ইউকেটের সহজ জয় পায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আমান উল্লাহ ৩৯ বলে ৬৫ রান করে ম্যাচ সেরা হন।

এ বছর প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছে ১০টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বি ইউ বি টি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউ আই ইউ), প্রাইম ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পুরো প্রতিযোগিতায় ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে ২০ ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে সেরা চারটি দল সেমিফাইনালে খেলে। প্রথম রাউন্ড শেষে বিজয়ী চারটি দল ফাইনালে ওঠার লড়াইয়ে নামে।

গতবারের মতো এবারের আসরেও টুর্নামেন্টের অনলাইন পার্টনার সারাবাংলা.নেট। অনলাইন আপডেট এবং লাইভ স্কোর জানতে ভিজিট করুন: http://cricket.ulab.edu.bd

সারাবাংলা/এমআরপি

ইউল্যাব ফেয়ার প্লে কাপ