Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্স নাকি জার্মানি-কোথায় যাবেন স্পেশাল ওয়ান?


৩০ মার্চ ২০১৯ ১৪:৪৯

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পরপরই হোসে মরিনহোকে কোচ করার প্রস্তাব দিয়েছিল তার স্বদেশি ক্লাব বেনফিকা। পর্তুগিজ ক্লাব বেনফিকার প্রেসিডেন্ট লুইস ফিলিপ ভিয়েইরা বিশাল অঙ্কের টাকা প্রস্তাব করেছিলেন। কিন্তু তাতে রাজী হননি স্পেশাল ওয়ান খ্যাত এই কোচ। রিয়ালে ফিরবেন বলেই নাকি মরিনহো এমন সিদ্ধান্ত নিয়ে বসে ছিলেন। ২০০০ সালে মরিনহো কোচিং ক্যারিয়ার শুরু করেন পর্তুগিজ ক্লাব বেনফিকাতেই।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদ মরিনহোকে নেয়নি, নিয়েছে তাদের সাবেক কোচ জিনেদিন জিদানকে। বেনফিকাও আর আগে বাড়েনি। ইউনাইটেড থেকে গত ডিসেম্বরে চাকরি হারানো মরিনহো আপাতত নিজের মতোই সময় কাটাচ্ছেন। বেনফিকা বরখাস্ত করে তাদের কোচ রুই ভিতোরিয়াকে।

নতুন কোনো ক্লাবের চাকরি খুঁজতে হচ্ছে মরিনহোকে। আগামী জুনে হয়তো সেটা পেয়ে যাবেন এই পর্তুগিজ কোচ। তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে ফরাসি দুই ক্লাব লিঁও এবং মোনাকো। তাতে সম্মতিটা আপাতত দিয়ে রেখেছেন মরিনহো। লিঁওর কোচ ব্রুনো জেনেসিও এবং মোনাকোর কোচ লিওনার্দো জারদিমের সঙ্গে নতুন করে চুক্তি বাড়াবে না লিগ ওয়ানে খেলা ক্লাব দুটি।

এদিকে, জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও আগ্রহ দেখিয়েছে মরিনহোকে নিয়ে। বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা নতুন মৌসুমে তাদের ক্রোয়েশিয়ান কোচ নিকো কোভাককে রাখবে না বলে জানিয়েছে। অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত না আসলেও মরিনহোর জন্য নাকি মোটা অঙ্কের টাকা খরচ করতে রাজী লিগের শীর্ষে থাকা বায়ার্ন।

মরিনহোকে যখন নিতে চেয়েছিল তখন বেনফিকার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান এবং পর্তুগালের জায়ান্ট পোর্তো। এই চারটি ক্লাবেরই কোচ ছিলেন মরিনহো। ২০০০ সালে বেনফিকার কোচ ছিলেন তিনি, সেখান থেকেই তার কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল। ২০০২-২০০৪ মৌসুমে কোচ ছিলেন পোর্তোর। মাঝে আরেকটি ক্লাবের দায়িত্ব পালন করেছিলেন। পোর্তো ছেড়ে ২০০৪ সালে ইংলিশ ক্লাব চেলসিতে নাম লেখান মরিনহো। ২০০৮ সালে যোগ দেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে।

২০১০ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে চলে আসেন মরিনহো। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির দায়িত্ব পালন করেন তিনি। সে সময় বার্নাব্যুর ক্লাবটিকে তিনি ৩টি শিরোপা জিতিয়েছিলেন। যদিও আগেরবার রিয়াল থেকে তার বিদায়টা খুব একটা সুখকর ছিল না। ২০১৩ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পান চেলসিতে। ২০১৬ সালে দায়িত্ব নেন ম্যানচেস্টার ইউনাইটেডের। এবার দেখার পালা মরিনহো ফ্রান্সের লিঁও নাকি মোনাকো নাকি জার্মান ক্লাব বায়ার্নে যোগ দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

মরিনহো স্পেশাল ওয়ান

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর