রোনালদোকে মিস করেন মেসি
৩০ মার্চ ২০১৯ ১১:৩২ | আপডেট: ৩০ মার্চ ২০১৯ ১৪:০৩
পুরো বিশ্ব ফুটবল যখন মেসি-রোনালদো কে সেরা এই প্রশ্নে দুইভাগে বিভক্ত, তখন একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল দুই ব্যালন ডি অর জয়ী। গত এক যুগ ধরে বিশ্ব ফুটবলের সেরা তারকা তারা। আর্জেন্টাইন রেডিও চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, বিশ্বে এখন আরও অনেক সেরা ফুটবলার আছে, তবে সেরার প্রশ্নে রোনালদোকে জায়গা দিয়েছেন অন্য সবার শীর্ষে, ঠিক নিজের পাশেই।
আর্জেন্টাইন রেডিও চ্যানেল এফএম ৯৪.৭–কে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনা ও আর্জেন্টিনার অধিনায়ক মেসি বলেন, ‘বর্তমান অনেক ভালো খেলোয়াড় আছে। নেইমার, কাইলিয়ান এমবাপে, লুইস সুয়ারেজ, এডেন হ্যাজার্ড, সার্জিও আগুয়েরো- তারা সবাই বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। তবে আমি রোনালদোকে এই তালিকার বাইরে রাখবো, আমার সঙ্গে।’
গত মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। মেসি শৈশব থেকে আছেন স্পেনে। রোনালদো চলে যাওয়ার পর স্প্যানিশ লা লিগা অনেকখানি রং হারিয়েছে বলে জানালেন মেসি। আর্জেন্টাইন এই খুদে জাদুকর বলেন, ‘আমি রোনালদোকে মিস করি। যদিও মানতে দ্বিধা নেই, তাকে ট্রফি জিততে দেখলে খারাপ লাগত। তবু সে লা লিগায় বাড়তি সম্মান যোগ করেছে। রোনালদোর বিপক্ষে খেলা সবসময় উপভোগ করেছি আমি। তার বিপক্ষে শিরোপা জিততেও আনন্দ পেতাম। সে এখনো মাদ্রিদে থাকলে ভালোই হতো।’
রোনালদোহীন রিয়াল এই মৌসুমে একেবারেই জ্বলে উঠতে পারছে না। টানা তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি এবার এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। এদিকে লা লিগায় বার্সার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে রোনালদোর সাবেক ক্লাব রিয়াল। ওদিকে, দুর্দান্ত গতিতে রোনালদোকে নিয়ে ছুটে চলেছে জুভেন্টাস।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে হেরে বসে রোনালদোর জুভেন্টাস। ফিরতি লেগে নিজেদের মাঠে অ্যাতলেতিকোকে উড়িয়ে দেয় জুভিরা। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন রোনালদো। মেসি এই জুভেন্টাস আর রোনালদোর প্রশংসা করে জানান, ‘জুভেন্টাস খুবই শক্তিশালী দল। আর রোনালদো যোগ দেওয়ায় তাদের শক্তি আরো বেড়েছে। বিশেষ করে অ্যাতলেতিকোর বিপক্ষে ম্যাচটা ওদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। আশা করি চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত লড়াই হবে। চ্যাম্পিয়ন্স লিগ জিতে যেতে পারে তারা।’
** আয়াক্সের বিপক্ষে ফিরছেন রোনালদো!
সারাবাংলা/এমআরপি